PM Narendra Modi: জি-২০ বৈঠকের আগে নতুন রূপে ITPO কমপ্লেক্স, উদ্বোধনে পুজোয় বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
এ দিন সকাল ১০টায় আইটিপিও কমপ্লেক্স চত্বরে যজ্ঞ ও পুজোয় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী সেপ্টেম্বর মাসে জি-২০ বৈঠক হতে চলেছে এই আইটিপিও কমপ্লেক্সে।
নয়া দিল্লি: জি-২০ বৈঠকের আগেই ভোল বদলে গেল প্রগতি ময়দানের আইটিপিও কমপ্লেক্সের। নবরূপে সামনে এল আইটিপিও কমপ্লেক্স। এ দিন সকাল ১০টায় আইটিপিও কমপ্লেক্স চত্বরে যজ্ঞ ও পুজোয় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আগামী সেপ্টেম্বর মাসে জি-২০ বৈঠক (G-20 Meeting) হতে চলেছে এই আইটিপিও কমপ্লেক্সে (ITPO Complex)।
নয়া দিল্লির প্রগতি ময়দানে অবস্থিত ইন্ডিয়া ট্রেড প্রোমোশন অর্গানাইজেশন বা আইটিপিও কমপ্লেক্সকেই নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। প্রায় ১২৩ একর জমির উপরে অবস্থিত এই আইটিপিও কমপ্লেক্স বৈঠক, সম্মেলন ও প্রদর্শনীর বৃহত্তম কেন্দ্র হয়ে উঠতে চলেছে।
আজ, বুধবার সকালেই আইটিপিও কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। এ দিন সকাল ১০টায় যজ্ঞের আয়োজন করা হয় আইটিপিও কমপ্লেক্সে। সেই পুজোয় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
যজ্ঞের পর আইটিপিও কমপ্লেক্সের নির্মাণকর্মীদের সম্বর্ধনা দেওয়া হবে। বিকেলে রয়েছে মূল উদ্বোধনী অনুষ্ঠান। সন্ধে সাড়ে ৬টায় এই অনুষ্ঠান শুরু হবে। সেই সময়ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই অনুষ্ঠান থেকে জি-২০ স্ট্যাম্প ও কয়েনের উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।
এবারের জি-২০-র সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। দেশের একাধিক প্রান্তেই জি-২০-র বিভিন্ন বৈঠক হচ্ছে। আগামী সেপ্টেম্বর মাসে জি-২০র বৈঠক হতে চলেছে। তার আগেই নব রূপে সামনে এল আইটিপিও কমপ্লেক্স।