No Confidence Motion: অনাস্থা প্রস্তাব গ্রহণ স্পিকারের, বিরোধীদের বিক্ষোভে দুপুর ২টো অবধি মুলতুবি দুুই কক্ষই
Parliament Monsoon Session Update: আজ, বুধবার অধিবেশন শুরু হতেই সংসদে অনাস্থা পেশ করে কংগ্রেস ও বিআরএস।
নয়া দিল্লি: লোকসভায় অনাস্থা প্রস্তাব আনল বিরোধীরা। আজ, বুধবার অধিবেশন শুরু হতেই সংসদে অনাস্থা পেশ করে কংগ্রেস ও বিআরএস। ইন্ডিয়া জোটের অধীনে থাকা অন্যান্য বিরোধী দলগুলিও অনাস্থা প্রস্তাব পেশ করবে বলেই জানা গিয়েছে। মণিপুর ইস্য়ু নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে অধিবেশন শুরুর দিন থেকেই বিক্ষোভ শুরু করেছিল বিরোধীরা। মঙ্গলবারই বিরোধী জোট ইন্ডিয়া সিদ্ধান্ত নেয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার। সংসদের যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
- বিরোধীদের বিক্ষোভের জেরে দুপুর দুটো অবধি লোকসভা ও রাজ্যসভা মুলতুবি হয়ে গেল।
- সমস্ত বিরোধী সাংসদরাই উঠে দাঁড়িয়ে অনাস্থা প্রস্তাবে সমর্থন জানান।
- অনাস্থা প্রস্তাব গ্রহণ করলেন লোকসভার স্পিকার। কখন এই অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে, তার সময় নির্ধারণ করে ঘোষণা করবেন স্পিকার।
- বিরোধীদের বিক্ষোভে দুপুর ১২টা অবধি মুলতুবি রাজ্যসভা।
- চলতি অধিবেশন থেকে বরখাস্ত হওয়া আপ সাংসদ সঞ্জয় সিং ও কংগ্রেস সাংসদ রজনী পাটিলের সঙ্গে দেখা করলেন সনিয়া গান্ধী।
- সংসদে প্রধানমন্ত্রীর উপস্থিতির দাবি জানিয়ে সংসদে হই-হট্টগোল বিরোধীদের। বিক্ষোভের জেরে দুপুর ১২টা অবধি স্থগিত করে দেওয়া হয়েছে লোকসভার অধিবেশন।
-
Lok Sabha adjourned till 12 noon amid sloganeering by the Opposition MPs. They are demanding that the PM come to the House and discussion be held over Manipur issue. pic.twitter.com/Jd7V2ngHNe
— ANI (@ANI) July 26, 2023
- সংসদে এলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী।
- সংসদে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
- গৌরব গগৌয়ের অনাস্থা প্রস্তাব গ্রহণ করতে পারেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
- দুপুর ১২টায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
- কংগ্রেস সাংসদ গৌরব গগৌ লোকসভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন। মণিপুর ইস্য়ু নিয়েই সরকারের উপর আস্থা হারিয়েছে সকলে, এমনটাই উল্লেখ করা হয়েছে প্রস্তাবনায়। লোকসভার সেক্রেটারি জেনারেলের অফিসে এই প্রস্তাব জমা দিয়েছেন তিনি।
- বিআরএসের তরফে সাংসদ নাগেশ্বর রাও অনাস্থা প্রস্তাব পেশ করেন। তিনি বলেন, “দলের তরফে আমরা অনাস্থা প্রস্তাব পেশ করেছি। সমস্ত বিরোধী দলই মণিপুর ইস্যু নিয়ে আলোচনা চাইছেন। যদি প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে কথা বলেন, তলে দেশে শান্তি ফিরবে। সেই কারণেই এই পদক্ষেপ।”
- সরকারের সংখ্য়াগরিষ্ঠতাকে চ্যালেঞ্জ করে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। যদি লোকসভার স্পিকার অনাস্থা প্রস্তাব গ্রহণ করেন, তবে তিনি সংসদের নিম্নকক্ষে এই প্রস্তাব পাঠ করবেন এবং কারা এই প্রস্তাবনার সমর্থন করছেন, তাদের উঠে দাঁড়াতে বলবেন।
- সূত্রের খবর, ৫০ জন সাংসদ এই প্রস্তাবনায় সমর্থন জানাবেন।
বিস্তারিত আসছে…