Mann Ki Baat Updates: ‘চন্দ্রযান-৩ মিশন নারী ক্ষমতায়নের প্রমাণ’, ‘মন কি বাতে’ নারীশক্তির জয়গান প্রধানমন্ত্রীর

Mann Ki Baat Updates: তিনদিন হয়ে গেল আমরা চাঁদে পা রেখেছি। এই সাফল্য এত বড় যে যতই আলোচনা করা হোক, তা কম বলেই মনে হয়।

Mann Ki Baat Updates: 'চন্দ্রযান-৩ মিশন নারী ক্ষমতায়নের প্রমাণ', 'মন কি বাতে' নারীশক্তির জয়গান প্রধানমন্ত্রীর
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2023 | 12:01 PM

নয়া দিল্লি: চন্দ্রযানের সাফল্যে গর্বিত গোটা দেশ। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে ফের একবার ইসরোর বিজ্ঞানীদের ধন্যবাদ জানালেন চন্দ্রাভিযানের সাফল্যের জন্য। প্রতি মাসেরই শেষ রবিবারে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন তিনি বলেন-

  1. দেশবাসী সকলকে রাখী উৎসবের জন্য আগাম অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  2. এবার অনেক সংস্কৃত ভাষায় চিঠি পেয়েছি। আমরা সবাই জানি সংস্কৃত বিশ্বের অন্যতম প্রাচীন ভাষা। একাধিক আধুনিক ভাষার উৎপত্তিও হয়েছে সংস্কৃত থেকে। সংস্কৃত তার প্রাচীনতার পাশাপাশি বৈজ্ঞানিক ভিত্তি ও ব্য়াকরণের জন্যও পরিচিত। সম্প্রতি সংস্কৃত ভাষার প্রচারের জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩১ অগস্ট বিশ্ব সংস্কৃত দিবস। আমি সকলকে অভিনন্দন জানাতে চাই।
  3. এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে  ১০ কোটিরও বেশি মানুষ জাতীয় পতাকা নিয়ে সেলফি পোস্ট করেছেন। দেশজুড়ে দেড় লক্ষেরও বেশি পোস্ট অফিস থেকে দেড় কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি হয়েছে।
  4. ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস ২০২৩-র এর সমস্ত পদকজয়ীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  5.  আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে জি-২০ সামিট হতে চলেছে। এই বছর জি-২০-র সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। আমাদের জি-২০-র সভাপতিত্ব হল দেশের নাগরিকের সভাপতিত্ব। জনগণের অংশগ্রহণই সবথেকে গুরুত্বপূর্ণ।
  6. ইসরোর এই মিশন ভারতের নারী ক্ষমতায়নের জলজ্যান্ত প্রমাণ। আমি লাল কেল্লা থেকে দাঁড়িয়ে বলেছিলাম যে দেশকে শক্তিশালী করার জন্য মহিলা নির্ভর উন্নয়নকে আরও মজবুত করতে হবে। মহিলাদের ক্ষমতাই অসম্ভবকে সম্ভব করেছে। চন্দ্রযান মিশন তারই প্রমাণ। এই মিশনে বহু মহিলা বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা সরাসরি যুক্ত ছিলেন।
  7. চন্দ্রযান-৩ মিশনের সাফল্যের জন্য আমি ইসরোর সমস্ত বিজ্ঞানীদের ধন্যবাদ জানাতে চাই। তাঁদের কঠোর পরিশ্রমেই এই স্বপ্ন সত্যি হয়েছে। চন্দ্রযান মিশন নতুন ভারতের প্রতীক হয়ে উঠেছে। এই নতুন ভারত যে কোনও পরিস্থিতিতে জয়লাভ কী করতে জানে।
  8. স্বাধীনতার অমৃত মহোৎসবে চন্দ্রযান-৩ র সাফল্য আমাদের উদযাপনকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তিনদিন হয়ে গেল আমরা চাঁদে পা রেখেছি। এই সাফল্য এত বড় যে যতই আলোচনা করা হোক, তা কম বলেই মনে হয়।