PM Narendra Modi: ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ভারতের ঝুলিতে ২৬টি মেডেল, খেলোয়াড়দের কুর্নিশ প্রধানমন্ত্রীর
World University Games 2023: গত ২৯ জুলাই চিনের ছেংতু শহরে শুরু হয় ৩১ তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস। প্রথম দিনই সোনার হ্যাটট্রিক করে ভারত। এছাড়া একটি ব্রোঞ্জও আসে ভারতের ঝুলিতে।
নয়া দিল্লি: ক্রীড়াক্ষেত্রে বড় সাফল্য ভারতের। ৩১ তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে (World University Games 2023) ভারতের ঝুলিতে এসেছে মোট ২৬টি মেডেল, যা নিঃসন্দেহে রেকর্ড। দেশের খেলোয়াড়দের এই ‘দুর্ধর্ষ পারফরম্যান্সের’ উচ্ছ্বসিত প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘দেশের গর্ব’ ওই সমস্ত খেলোয়াড়দের কুর্নিশ জানিয়ে মঙ্গলবার টুইটও করেছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)।
টুইটারে কী লিখেছেন প্রধানমন্ত্রী?
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস ২০২৩-এ অংশগ্রহণকারী দেশের সমস্ত খেলোয়াড়দের কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন পরপর দুটি টুইট করেছেন। ক্রীড়াবিদদের এই দুর্ধর্ষ পারফরম্যান্সের জন্য দেশের প্রত্যেক নাগরিক গর্বিত জানিয়ে ভারতের ঝুলিতে প্রাপ্ত মেডেলের সংখ্যা টুইটারে তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। তিনি টুইটারে লিখেছেন, “৩১ তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ভারতীয় খেলোয়াড়রা ২৬টি পদক নিয়ে রেকর্ড গড়ে ফিরে এসেছেন। আমাদের সবচেয়ে ভাল পারফরম্যান্স ছিল এটি। যার মধ্যে ১১টি সোনা, ৫টি রুপো এবং ১০টি ব্রোঞ্জ রয়েছে।” এরপর পদক নিয়ে আসা খেলোয়াড়দের কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, “যাঁরা গোটা দেশকে গৌরবান্বিত করে তুলেছে এবং আগামী দিনের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করেছে, সেই সমস্ত অসাধারণ ক্রীড়াবিদদের স্যালুট।”
A sporting performance that will make every Indian proud!
At the 31st World University Games, Indian athletes return with a record-breaking haul of 26 medals! Our best performance ever, it includes 11 Golds, 5 Silvers, and 10 Bronzes.
A salute to our incredible athletes who… pic.twitter.com/bBO1H1Jhzw
— Narendra Modi (@narendramodi) August 8, 2023
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে এর আগে একসঙ্গে এত পদক পায়নি ভারত। সেই প্রসঙ্গ তুলে ধরে আরেকটি টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, “বিশেষ আনন্দের বিষয় হল যে, ভারত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ১৯৫৯ সালে আত্মপ্রকাশের পর থেকে এখনও পর্যন্ত মোট ১৮টি পদক জিতেছে। এবছর ২৬টি পদক প্রাপ্তি সত্যিই অসাধারণ। এই দুর্দান্ত পারফরম্যান্স আমাদের ক্রীড়াবিদদের অটল একনিষ্ঠতার প্রমাণ।” এই বিশাল সাফল্যের জন্য পদকজয়ী ক্রীড়াবিদ, তাঁদের পরিবার এবং কোচদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। টুইটারে পদকজয়ীদের ছবিও তুলে ধরেছেন তিনি।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই চিনের ছেংতু শহরে শুরু হয় ৩১ তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস। প্রথম দিনই সোনার হ্যাটট্রিক করে ভারত। এছাড়া একটি ব্রোঞ্জও আসে ভারতের ঝুলিতে। তারপর খেলা যত এগোতে থাকে ততই ভারতের ঝুলিতে পদকের সংখ্যা বাড়তে থাকে। মোট ১১টি সোনা সহ ২৬টি পদক এসেছে ভারতের ঝুলিতে। যা রেকর্ড।