PM Modi on Evacuation: ‘ভারত শক্তিশালী হয়েছে তাই…’ উদ্ধারকার্যে কোনও কসুর থাকবে না, জানালেন মোদী

Russia-Ukraine Conflict: গতকালই খারকিভে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়। এরপরই কেন্দ্রের তরফে আরও জোরকদমে উদ্ধারকার্য শুরু করা হয়েছে। গত ৪৮ ঘণ্টার মধ্যেই ৪ বার বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Modi on Evacuation: 'ভারত শক্তিশালী হয়েছে তাই...' উদ্ধারকার্যে কোনও কসুর থাকবে না, জানালেন মোদী
উত্তর প্রদেশে নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদী। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2022 | 3:40 PM

লখনউ:  পাঁচ রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2022)। বুধবার নির্বাচনী প্রচারে উত্তর প্রদেশ গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে গিয়েও প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এল ইউক্রেন(Ukraine)-র যুদ্ধ পরিস্থিতি ও ভারতীয়দের উদ্ধারকার্য (Evacuation)। এদিন তিনি বলেন, “ভারতের ক্রমাগত শক্তি ও ক্ষমতা বৃদ্ধির জন্যই আজ কেন্দ্রীয় সরকার দ্রুততার সঙ্গে ভারতীয় নাগরিকদের ইউক্রেন থেকে উদ্ধার করে আনতে  সক্ষম হচ্ছে”। ভারতীয়দের ফিরিয়ে আনতে কেন্দ্রের তরফে কোনও খামতি রাখা হবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিন উত্তর প্রদেশের সোনভদ্রে নির্বাচনী প্রচারে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, “বিগত কয়েক বছরে ভারতের যে শক্তি বৃদ্ধি হয়েছে, তার জেরেই আজ কেন্দ্রীয় সরকার ইউক্রেনে আটকে থাকা ভারতী.দের উদ্ধার করে আনার কাজ চালাচ্ছে। ভারতীয়দের উদ্ধারের জন্য অপারেশন গঙ্গা শুরু করা হয়েছে।”

তিনি আরও বলেন, “অপারেশন গঙ্গার অধীনে আমরা ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য সর্বসম্মতভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। এখনও অবধি এক হাজারেরও বেশি ভারতীয়দের ফিরিয়ে আনা হয়েছে। উদ্ধারকার্যে গতি আনার লক্ষ্যে চার কেন্দ্রীয় মন্ত্রীকেও পাঠানো হয়েছে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে। ভারতীয়দের সুরক্ষিতভাবে ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টার কোনও কসুর রাখব না।”

কেন্দ্রের উদ্যোগের প্রশংসার পাশাপাশি বিরোধীদেরও কটাক্ষ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী। আজই কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারকার্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তারই জবাবে এদিন নরেন্দ্র মোদী  বলেন, “যারা দেশের সশস্ত্রবাহিনীর সাহসিকতা, বীরত্ব ও মেক ইন ইন্ডিয়া উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন, তারা কখনওই দেশকে শক্তিশালী করতে পারবেন না।”

উল্লেখ্য, গতকালই খারকিভে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়। এরপরই কেন্দ্রের তরফে আরও জোরকদমে উদ্ধারকার্য শুরু করা হয়েছে। গত ৪৮ ঘণ্টার মধ্যেই ৪ বার বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয়দের সুরক্ষিতভাবে উদ্ধারের জন্য বিদেশমন্ত্রকের তরফে একটি আলাদা টুইটার অ্যাকাউন্টও খোলা হয়েছে। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী তিনদিনের মধ্যেই ইউক্রেনের পার্শ্ববর্তী দেশগুলিতে মোট ২৬টি উদ্ধারকারী বিমান পাঠানো হবে, সেই বিমানে করেই আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনা হবে। আগামী ৮ মার্চ অবধি মোট ৪৬টি বিমান পাঠানো হবে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশগুলিতে, সেখান থেকেই আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে আনা হবে।

গত বৃহস্পতিবার রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরই বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, প্রায় ২০ হাজার ভারতীয় ইউক্রেনে আটকে রয়েছে। এরমধ্যে প্রায় ১৬ হাজারই পড়ুয়া। গতকাল বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানান, ৬০ শতাংশ ভারতীয়ই ইউক্রেন ছেড়ে বেরিয়ে এসেছে। কিয়েভে আর কোনও ভারতীয় আটকে নেই। খারকিভে কিছু ভারতীয় আটকে থাকলেও, তাদের নিরাপদভাবে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন:Naveen Shekharappa Death: পথের জন্য খাবার কিনতে গিয়েছিল! গুলিতে নাকি বিস্ফোরণ-নবীনের মৃত্যু নিয়েও তৈরি হচ্ছে রহস্য