PM Modi: ‘দেশের থেকে রাজনৈতিক স্বার্থ আগে’, বিরোধীদের আক্রমণে মোদী
Parliament: সোমবার অধিবেশন শুরু হতে ৪ জন কংগ্রেস সাংসদকে গোটা বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ওই কংগ্রেস সাংসদরা সংসদরে ভিতরে হাতে প্ল্যাকার্ড নিয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছিলেন।
নয়া দিল্লি: বিরোধীরা দেশের তুলনার রাজনৈতিক স্বার্থকে বেশি গুরুত্ব দিতে আগ্রহী, সোমবার এই ভাষাতেই আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর অভিযোগ, বিরোধীরা সরকারি কাজে বাধা তৈরির চেষ্টা করছে। গত সপ্তাহে বাদল অধিবেশন শুরুর সময় থেকে মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধীদের হইচইয়ের জেরে সংসদের উভয় কক্ষে অধিবেশন মুলতুবি করা হয়েছে। সমাজবাদী পার্টির রাজ্যসভার প্রাক্তন সাংসদ হরমোহন সিংয়ের দশম মৃত্যু বার্ষিকীতে এক ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিভিন্ন সময়ে বিরোধী রাজনৈতিক দলগুলি সরকারের কাজে বাধা তৈরি করছে, কারণ তারা যখন ক্ষমতা ছিল, কাজগুলির বাস্তবায়ন করতে পারেনি।”
মোদী জানিয়েছেন, সরকার কোনও সিদ্ধান্ত নিলেই বিরোধীরা প্রশ্ন করে। মোদী বলেন, “সরকারি সিদ্ধান্তগুলি যদি বাস্তবায়নের চেষ্টা করা হয় তবে বিরোধীরা তার বিরোধিতা করে। দেশের মানুষ এই আচরণ মোটেও পছন্দ করেন না।” প্রধানমন্ত্রী জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে মতাদর্শ বা রাজনৈতিক স্বার্থকে সমাজ ও দেশের স্বার্থের থেকে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই প্রসঙ্গে সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর কথাও শোনা যায় মোদীর মুখে। বাজপেয়ীর কথা স্মরণ করিয়ে মোদী বলেন, “রাজনৈতিক দলের অস্তিত্ব টিকে রয়েছে গণতন্ত্রের জন্য, গণতন্ত্র টিকে রয়েছে দেশের জন্য। দেশের বেশিরভাগ রাজনৈতিক দল, মূলত অ-কংগ্রেসি রাজনৈতিক দলগুলি এই নীতি মেনে চলেছে।” মোদী জানিয়েছেন, জরুরি অবস্থার সময় যখন গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল তখন সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলির একসঙ্গে সংবিধানকে রক্ষা করেছিল।
সোমবার অধিবেশন শুরু হতে ৪ জন কংগ্রেস সাংসদকে গোটা বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ওই কংগ্রেস সাংসদরা সংসদরে ভিতরে হাতে প্ল্যাকার্ড নিয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছিলেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তাদের তাদের সতর্ক করলেও কোনও কথা না শুনে তাঁরা প্রতিবাদ চালিয়ে গিয়েছিলেন। সাসপেন্ড হওয়া কংগ্রেস সাংসদরা সংসদ চত্বরে গান্ধীমূর্তি পাদদেশে বিক্ষোভ দেখিয়েছিলেন।