AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লক্ষ্য ২০২৪! রাহুল গান্ধীর বাড়িতে হাজির প্রশান্ত কিশোর

২০২৪-এর লোকসভা নির্বাচনের ঘুঁটি সাজাতে শুরু করেছে সব দলই। বিরোধী দলগুলি কি শক্তি বাড়াতে একজোট হবে? রাহুল-প্রশান্তের বৈঠকে সেই জল্পনাই বাড়ল আরও।

লক্ষ্য ২০২৪! রাহুল গান্ধীর বাড়িতে হাজির প্রশান্ত কিশোর
ফাইল ছবি
| Edited By: | Updated on: Jul 13, 2021 | 5:01 PM
Share

নয়া দিল্লি: বাংলায় তৃতীয় বার ক্ষমতায় এসেছে তৃণমূল। আর সেই জয়ে প্রশান্ত কিশোর তথা তাঁর সংস্থা আইপ্যাকের গুরুত্বপূর্ণ ভূমিকা চর্চিত হয়েছে রাজনৈতিক মহলে। বাংলার ভোটের ফলাফলের কয়েক মাস কাটতে না কাটতেই শরদ পাওয়ারের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল প্রশান্ত কিশোরকে। এ বার জল্পনা আরও বাড়িয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাড়িতে হাজির হলেন ভোট কুশলী পিকে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে অ-বিজেপি দলগুলির একজোট হওয়ার সম্ভাবনা যখন বাড়ছে, তখন এ দিনের বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। যদিও এ দিন মূলত পঞ্জাবের ভোট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হতে পারে বলে অনুমান রাজনৈতিক মহলের। আজ, মঙ্গলবার দুপুরে রাহুলের বাড়িতে গিয়েছেন তিনি। সেখানে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী ও কেসি বেনুগোপালও।

সূত্রের খবর, মঙ্গলবার পঞ্জাবের রাজনৈতিক পরিস্থিতি হতে পারে রাহুল-প্রশান্তের মূল আলোচ্য। আগামী বছরেই ভোট রয়েছে পঞ্জাবে। আর তার আগে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ও কংগ্রেস বিধায়ক নভজ্যোত সিং সিধুর মধ্যে তৈরি হওয়া রাজনৈতিক দ্বন্দ্বের সমাধান চায় কংগ্রেস। সেই বিষয়েই প্রশান্ত কিশোরের সঙ্গে কথা হতে পারে কংগ্রেস নেতৃত্বের। উল্লেখ্য, এর আগে ২০১৭-তে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসে ভোটকৌশলী ছিলেন প্রশান্ত কিশোর। যদিও সে বার নির্বাচনে হেরে যায় কংগ্রেস। কয়েকদিন আগেই প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। ২০১৭ সালে অমরিন্দর সিংকে জেতানোয় বড় অবদান ছিল পিকের। আবারও ভোট আসন্ন। আর তার আগে লাগাতার নভজ্যোত সিং সিধু বিভিন্ন ইস্যুতে নিজের দলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই তোপ দেগে চলেছেন। সেটাই হয়ে উঠেছে কংগ্রেসের মাথাব্যাথার কারণ।

গত জুন মাসে দু’সপ্তাহে দু’বার বৈঠকে বসেন এনসিপি নেতা শরদ পাওয়ার প্রশান্ত কিশোর। ১১ জুন ও ২১ জুন পরপর বৈঠকে বসতে দেখা যায় তাঁদের। দু’দিন ধরে রুদ্ধদ্বার বৈঠক চলে তাঁদের। ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে অ-বিজেপি দলগুলির একজোট হওয়ার লক্ষ্যেই এই বৈঠক কি না, সেই জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে। এ বার খোদ রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে ফের একবার সেই জল্পনাই বাড়ল। উল্লেখ্য, প্রশান্ত কিশোরের বৈঠকের পরই একাধিক অবিজেপি দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন শরদ পাওয়ার।

রাহুল-পিকের এই বৈঠক কী ভাবে দেখছে বিজেপি? রাজ্য বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, তাঁরা বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলেন, ‘আমাদের এ বিষয়ে কিছু দেখার নেই। উনি একজন ভোট ব্যবসায়ী। ওনার অধিকার আছে যে কোনও ক্লায়েন্টের কাছে যাওয়ার। বিভিন্ন জায়গায় ক্লায়েন্ট ধরা ওনর কাজ। উনি ওনার কাজ করবেন, কেউ জিতে কেউ হারবে।’ বিজেপি নেতার দাবি, ‘সারা ভারতের ভোট এখনও ভোট ব্যবসায়ীদের হাতে চলে যায়নি। এরা শুধু নিজেদের পাওনা গণ্ডা বুঝে নিচ্ছে। এর থেকে বেশি গুরুত্ব দিতে আমরা রাজি নই।’ আরও পড়ুন: গতকাল ৭২৪, আজ ২০২০! কোন অঙ্কে একধাক্কায় করোনায় মৃতের সংখ্যা এত বাড়ল ভারতে?