Prashant Kishor: ‘সব সৎ বিজেপিতে, আর চোরেরা বিরোধী দলে…’, কেজরীর গ্রেফতারিতে প্রশান্ত কিশোরের মুখে তৃণমূল প্রসঙ্গ!

PK on Arvind Kejriwal's Arrest: লালু প্রসাদ যাদব থেকে শুরু করে অরবিন্দ কেজরীবাল, এমনকী বাংলায় তৃণমূল সরকারের বিভিন্ন নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে যে দুর্নীতির তদন্ত চলছে, বারবার ইডি-সিবিআই অভিযান হচ্ছে, তা নিয়ে সাধারণ মানুষের মনে কোনও ক্ষোভ বা আপত্তি নেই বলেই জানান পিকে। তিনি বলেন, "কেউ যদি দোষ করে থাকে এবং সরকার তদন্ত করতে চায়, তবে অবশ্যই তদন্ত হওয়া উচিত।"

Prashant Kishor: 'সব সৎ বিজেপিতে, আর চোরেরা বিরোধী দলে...', কেজরীর গ্রেফতারিতে প্রশান্ত কিশোরের মুখে তৃণমূল প্রসঙ্গ!
প্রশান্ত কিশোর।Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Mar 24, 2024 | 6:24 AM

নয়া দিল্লি:  লোকসভা নির্বাচনের আগেই জেলে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)। লোকসভার ঠিক আগেই কেজরীবালের এই গ্রেফতারি কি ভোট ব্যাঙ্কে প্রভাব ফেলবে? এই নিয়ে মুখ খুললেন রাজনৈতিক কুশলী তথা জন সুরজ নেতা প্রশান্ত কিশোর (Prashant Kishor)। কেজরীবালের গ্রেফতারি ইস্যুতে সোজাসুজি বিজেপিকেই আক্রমণ করলেন তিনি। পিকে বলেন, “তদন্তাধীন ব্যক্তি যদি বিজেপিতে যোগ দেন, তাহলেই তাঁর বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যাবে।”

দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরীবালের গ্রেফতারি নিয়ে শুক্রবার প্রশান্ত কিশোর বলেন, “আজ সমাজে এমন একটা চিত্র তুলে ধরা হয়েছে যে কোনও নেতা বা ব্যক্তি যদি বিজেপির সঙ্গে যুক্ত না থাকেন, তাহলেই তাঁর বিরুদ্ধে অভিযান চালাবে ইডি-সিবিআই। আমি এটাও বলছি যে যারা দোষ করেছে, অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। এই তদন্ত নিয়ে জনগণের কোনও সমস্যা নেই। কিন্তু সমস্যা তখনই দেখা দিচ্ছে, যখন তদন্তাধীন ব্যক্তি বিজেপিতে যোগ দিচ্ছেন এবং তারপরই তাঁর বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে। এটা নিয়ে সাধারণ মানুষের আপত্তি।”

লালু প্রসাদ যাদব থেকে শুরু করে অরবিন্দ কেজরীবাল, এমনকী বাংলায় তৃণমূল সরকারের বিভিন্ন নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে যে দুর্নীতির তদন্ত চলছে, বারবার ইডি-সিবিআই অভিযান হচ্ছে, তা নিয়ে সাধারণ মানুষের মনে কোনও ক্ষোভ বা আপত্তি নেই বলেই জানান পিকে। তিনি বলেন, “কেউ যদি দোষ করে থাকে এবং সরকার তদন্ত করতে চায়, তবে অবশ্যই তদন্ত হওয়া উচিত।”

ভোটের মুখেই বিজেপিকে কড়া আক্রমণ করে প্রশান্ত কিশোর বলেন, “আমি এই যুক্তি মেনে নিলাম যে সব সৎ লোক বিজেপিতে আছে, আর সব চোর বিরোধী দলে। সবথেকে বড় সমস্যা হল যে বিরোধী দলের যে নেতা বা মন্ত্রীর বিরুদ্ধে আপনি মামলা করছেন, সিবিআই, ইডি অভিযান চালাচ্ছেন, আগামিকাল তিনিই বিজেপিতে যোগ দিচ্ছেন। এবং তারপরই তিনি যদি সাধু হয়ে যান, সমস্যাটা সেখানেই। মানুষ এবং সমাজের এই বিষয়ে উদ্বিগ্ন হওয়া উচিত যে গতকাল পর্যন্ত যে ব্যক্তি আইনের দৃষ্টিতে দোষী ছিল, তদন্তের যোগ্য ছিল, তবে কেবল বিজেপিতে যোগ দিয়ে সে কীভাবে পরিষ্কার হয়ে যাবে।”

বিজেপিকে ওয়াশিং মেশিন বলেও আক্রমণ করেন ভোটকুশলী। তিনি বলেন, “তদন্তকারী সংস্থাগুলিকে তদন্তের জন্য নয়, ভয় দেখানোর জন্য ব্যবহার করা হচ্ছে যাতে বিরোধীরা শাসকের সামনে দাঁড়াতে না পারে। এই ধরনের গণতন্ত্রের সবথেকে বড় সমস্যা হল যে কেউ আপনার বিরোধিতা করবে না।”