সিবিআই-এর অতিরিক্ত অধিকর্তা হচ্ছেন গুজরাটের প্রবীণ সিনহা

সিবিআই-এর পরবর্তী অধিকর্তার নাম হিসেবে ১৯৮৪ ব্যাচের রাকেশ আস্তানা, আইসি মোদী এবং লোকনাথ বেহেরার নাম ইতিমধ্যেই উঠে এসেছে।

সিবিআই-এর অতিরিক্ত অধিকর্তা হচ্ছেন গুজরাটের প্রবীণ সিনহা
ছবি- টুইটার
Follow Us:
| Updated on: Feb 03, 2021 | 8:05 PM

নয়া দিল্লি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)-এর ডিরেক্টর ঋষি কুমার শুক্লার কার্যকাল শেষ হয়েছে। পরবর্তী অধিকর্তার নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে সূত্রের খবর, আপাতত অধিকর্তা হিসেবে দায়িত্ব সামলাবেন প্রবীণ সিনহা (Praveen Sinha)। তিনি গুজরাট ক্যাডারের আইপিএস অফিসার। নতুন ডিরেক্টরের নাম চূড়ান্ত না পর্যন্ত তিনিই সিবিআই-এর সর্বময় কর্তার ভূমিকা নেবেন।

আজকেই ঋষি কুমার শুক্লার দু বছরের মেয়াদ শেষ হয়েছে। মধ্য প্রদেশ ক্যাডারের এই আইপিএস ২০১৯ সালের জানুয়ারি মাসে সিবিআই ডিরেক্টরের দায়িত্ব নিয়েছিলেন। সূত্র মারফত আরও জানা গিয়েছে, নতুন ডিরেক্টরের নাম ঠিক হতে আরও ১০-১৫ দিন সময় লাগতে পারে। তবে সিবিআই-এর পরবর্তী অধিকর্তার নাম হিসেবে ১৯৮৪ ব্যাচের রাকেশ আস্তানা, আইসি মোদী এবং লোকনাথ বেহেরার নাম ইতিমধ্যেই উঠে এসেছে।

আরও পড়ুন: ‘ডিজিটাল’ ভারতে ৩ বছরে ৯৩ হাজার সাইবার অপরাধ, অধিকাংশই যৌন হেনস্থা আর বিদ্বেষ

তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রীর অধীনস্থ কর্মী বর্গ দফতর, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে থাকা বিশেষ কমিটি ও বিরোধী দলনেতারা। পরবর্তী সিবিআই ডিরেক্টর না হওয়া পর্যন্ত প্রবীণ সিনহা অ্যাডিশনাল ডিরেক্টর হিসেবে সিবিআইয়ের দায়িত্ব সামলাবেন।

আরও পড়ুন: ভারতের মাটিতে চিনা অনুপ্রবেশ জাতীয় পতাকার আসল অপমান, উল্টো সুর উদ্ধবের!