Narendra Modi: ‘আগামী পাঁচ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ’, TV9-এর মঞ্চে কারণ বোঝালেন মোদী

What India Thinks Today: রাজধানী দিল্লির বুকে চলছে তিনদিন ব্যাপী টিভি নাইন নেটওয়ার্কের ফ্ল্যাগশিপ কনক্লেভ হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিটের দ্বিতীয় সংস্করণ। আজ কনক্লেভের দ্বিতীয় দিনে নিজের উজ্জ্বল উপস্থিতির মধ্য দিয়ে সামিটের মঞ্চ আলোকিত করে তোলেন প্রধানমন্ত্রী মোদী। এ বছরের সামিটের থিম, 'ইন্ডিয়া: পয়েজ়ড ফর নেক্সট বিগ লিপ'। টিভি নাইনের এই মেগা সামিটের মহামঞ্চে ভারতের আগামীর টার্গেটের কথা শোনালেন প্রধানমন্ত্রী।

Follow Us:
| Updated on: Feb 26, 2024 | 11:38 PM

নয়া দিল্লি: টিভি নাইন নেটওয়ার্কের হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিটের মঞ্চ আজ আলোয় আলোয় ভরিয়ে তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বোঝালেন, আগামী দিনে ভারতই হবে ভবিষ্যৎ। বললেন, ‘আসন্ন দিনগুলি আরও বেশি গুরুত্বপূর্ণ। আগামী পাঁচ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ রাজধানী দিল্লির বুকে চলছে তিনদিন ব্যাপী টিভি নাইন নেটওয়ার্কের ফ্ল্যাগশিপ কনক্লেভ হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিটের দ্বিতীয় সংস্করণ। আজ কনক্লেভের দ্বিতীয় দিনে নিজের উজ্জ্বল উপস্থিতির মধ্য দিয়ে সামিটের মঞ্চ আলোকিত করে তোলেন প্রধানমন্ত্রী মোদী। এ বছরের সামিটের থিম, ‘ইন্ডিয়া: পয়েজ়ড ফর নেক্সট বিগ লিপ’। টিভি নাইনের এই মেগা সামিটের মহামঞ্চে ভারতের আগামীর টার্গেটের কথা শোনালেন প্রধানমন্ত্রী।

সামনেই লোকসভা নির্বাচন রয়েছে দেশে। দুই দফায় ব্যাপক জনমত নিয়ে কেন্দ্রের ক্ষমতায় থাকা মোদী সরকার এবার আরও বেশি জনমত নিয়ে সরকার গঠনের বিষয়ে ভীষণভাবে আত্মবিশ্বাসী। আরও বেশি আসন জয়ের আশা দেখছে মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট। আজ টিভি নাইনের হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডের মঞ্চে মোদী শোনালেন তাঁর সরকারের তৃতীয় টার্মের টার্গেটের কথা। বললেন, “আমাদের তৃতীয় কার্যকালে, ভারতের সামর্থ্যকে আমাদের নতুন উচ্চতায় পৌঁছে দিতে হবে। বিকশিত ভারতের সংকল্প যাত্রায় আগামী পাঁচ বছর আমাদের দেশের প্রগতি ও প্রশস্তির বছর। তাই আগামীতে ‘বিগ লিপ’ অবশ্যই হবে।”

প্রধানমন্ত্রী শোনালেন, কীভাবে গোটা বিশ্বের আঙিনায় ভারত নিজের জায়গা তৈরি করে নিচ্ছে। একের পর এক নতুন মাইলফলক স্থান করছে। চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণকারী প্রথম দেশ ভারত। সোলার ইনস্টলেশন ক্যাপাসিটিতেও বিশ্বের প্রথম সারির দেশগুলির মধ্যে অন্যতম ভারত। ফাইভ জি নেটওয়ার্কের বিস্তারের ক্ষেত্রে ইউরোপকেও পিছনে ফেলে দিয়েছে ভারত। সেমিকন্ডাকটার সেক্টরে রকেট গতিতে উত্থান হচ্ছে ভারতের। এমন বিভিন্ন সাফল্যের কথা এদিন তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।