PM Death Threat: প্রধানমন্ত্রী মোদীকে প্রাণনাশের হুমকি, তৈরি ২০ কেজি আরডিএক্স!
PM Narendra Modi: তাঁর যাতায়াতের পথেও থাকে কড়া নিরাপত্তার বেষ্টনী। এহেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই এবার প্রাণনাশের হুমকি।
জানা গিয়েছে, মুম্বই এনআইএ-কে ইমেল মারফত প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। যে ব্যক্তি ইমেল করে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন তিনি জানিয়েছেন নরেন্দ্র মোদীকে হত্যা করার পর তিনি নিজে আত্মহত্যা করবেন যাতে প্রধানমন্ত্রীকে হত্যার পিছনে কারা জড়িত এবং কোন পরিকল্পনার মাধ্যমে মোদীকে হত্যা করা হয়েছে, তা যেন কোনওভাবেই প্রকাশিত না হয়।
ওই ব্যক্তি এনআইকে করা ইমেলে প্রধানমন্ত্রীকে হত্যা করা বিষয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিয়ছেন। ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি জানিয়েছেন, মোদীকে হত্যা করার জন্য তাদের কাছে মোট ২০ কেজি আরডিএক্স মজুত রয়েছে। ওই ব্যক্তির ইমেল থেকে জানা গিয়েছে মোদীকে হত্যার জন্য ২০ জন স্লিপার সেলকে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই হুমকি ইমেল আসার পরই চিন্তা পড়ে গিয়েছেন গোয়েন্দা আধিকারিকরা। জানা গিয়েছে, সাইবার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যে আইপি অ্যাড্রেস থেকে ইমেলটি এসেছে, সেই আইপি অ্যাডেস ট্রেস করার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী দেশের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তিনি সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা পেয়ে থাকেন। তা সত্ত্বেও এই ধরনের হুমকিকে মোটেই খাটো করে দেখতে রাজি নয় গোয়েন্দারা। ওই ব্যক্তির হদিশ পাওয়ার পাশাপাশি এই কাজের পিছনে কাদের হাত রয়েছে বা কোনও জঙ্গি সংগঠন জড়িত কি না সেই বিষয়ে খোঁজ খবর নেওয়ার চেষ্টা চলছে।
আরও পড়ুন PM Narendra Modi: ‘অনলাইনে পড়ো নাকি রিল দেখ?’, পড়ুয়াদের মনোবল বাড়াতে দারুণ টোটকা নমোর