PM Narendra Modi: ‘ভারতের দিকে তাকিয়ে গোটা বিশ্ব’, দেশকে উন্নীত করতে কেন্দ্রের সঙ্গে যৌথভাবে কাজ করতে রাজ্যগুলিকে বার্তা মোদীর

'বুদ্ধিহীন সম্মতি' এবং সময়-বহির্ভূত আইন ও নিয়ম মানার সময় এবার শেষ করার ব্যাপারে মুখ্যসচিবদের বিশেষ বার্তা দেন নমো। বলেন, "রাজ্যগুলিকে উন্নত প্রশাসন, ব্যবসায় সরলীকরণ, সহজ জীবনযাপন এবং শক্তিশালী পরিকাঠামো তৈরির নীতির উপর জোর দেওয়া উচিত।"

PM Narendra Modi: 'ভারতের দিকে তাকিয়ে গোটা বিশ্ব', দেশকে উন্নীত করতে কেন্দ্রের সঙ্গে যৌথভাবে কাজ করতে রাজ্যগুলিকে বার্তা মোদীর
নরেন্দ্র মোদী (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2023 | 5:57 PM

নয়া দিল্লি: গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে। ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলির যৌথভাবে কাজ করা জরুরি। বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে ন্যাশনাল কনফারেন্সের তৃতীয় অর্থাৎ শেষ দিন, রবিবার এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি LiFE (Lifestyle ofEnvironment) মিশনের উপরেও জোর দেন।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলিকে পুনর্নবীকরণ অর্থনীতির উপর জোর দেওয়ার বার্তা দেন। এপ্রসঙ্গে তিনি LiFE (Lifestyle ofEnvironment) মিশনের উপর জোর দেন এবং এক্ষেত্রে রাজ্যগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে ‘বুদ্ধিহীন সম্মতি’ এবং সময়-বহির্ভূত আইন ও নিয়ম মানার সময় এবার শেষ করার ব্যাপারে মুখ্যসচিবদের বিশেষ বার্তা দেন নমো। এই বিষয়ে টুইট করে প্রধানমন্ত্রী আরও বলেন, “রাজ্যগুলিকে উন্নত প্রশাসন, ব্যবসায় সরলীকরণ, সহজ জীবনযাপন এবং শক্তিশালী পরিকাঠামো তৈরির নীতির উপর জোর দেওয়া উচিত।”

২০২৩ সাল আন্তর্জাতিক বাজরা বর্ষ। তাই মুখ্যসচিবদের সঙ্গে দ্বিতীয় ন্যাশনাল কনফারেন্সে বাজরার উৎপাদন এবং জনপ্রিয়তা বাড়ানোর উপর জোর দেওয়ার বিষয়ে মুখ্য সচিবদের বার্তা দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের উপর বিশেষভাবে জোর দেওয়ার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সমগ্র দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ক্ষুদ্র ও কুটির শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তাই এই ক্ষেত্রটির উন্নয়নের উপর জোর দিতে হবে। এক্ষেত্রে স্থানীয় জনপ্রিয় পণ্য বিশেষ গুরুত্বপূর্ণ বলেও জানান প্রধানমন্ত্রী। এরপরই যুবদের অনুপ্রাণিত করে নমো-র টুইট, “গোটা বিশ্বের নজর ভারতের উপর, আমাদের যুব সম্প্রদায়ের মধ্যে বহুমুখী প্রতিভা রয়েছে। যা আগামী দিনে আমাদের দেশকে উন্নীত করে তুলবে।”

মুখ্যসচিবদের সঙ্গে দ্বিতীয় ন্যাশনাল কনফারেন্সে সাইবার সুরক্ষার উপরেও জোর দেওয়ার ব্যাপারে রাজ্যগুলিকে বার্তা দেন। এব্যাপারে নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি সোশ্যাল পরিকাঠামো উন্নত করার বিষয়েও জোর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনদিনব্যাপী ন্যাশনাল কনফারেন্স শুরু হয়েছে শুক্রবার। কনফারেন্সের প্রথম দিন থেকেই উন্নত ভারত গড়ার উপর জোর দেন নমো। প্রথম দিনের আলোচনায় বিভিন্ন রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন বাড়ানোর বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করার বার্তা দেন তিনি। ক্ষুদ্র ও কুটির শিল্পের পরিকাঠামোর উন্নয়ন, বিনিয়োগ থেকে মহিলাদের ক্ষমতায়ন, স্বাস্থ্য এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রের উপরেও জোর দেন প্রধানমন্ত্রী মোদী। কনফারেন্সের দ্বিতীয় দিন রাজ্যগুলিকে একেবারে ব্লক স্তর থেকে উন্নীত করতে উচ্চাকাঙ্খী জেলা কর্মসূচির মতো উচ্চাকাঙ্খী ব্লক কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী।