Fire in Delhi: রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন

দুপুর সাড়ে ১২টা নাগাদ দিল্লির ওখলা ফেজ-১ এলাকায় একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দুপুর ৩টে পর্যন্ত খবর অনুযায়ী, দমকলের ১৬টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।

Fire in Delhi: রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন
দিল্লির ওখলায় কারখানায় অগ্নিকাণ্ড। ছবি সৌজন্য: এএনআই টুইটার।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2023 | 5:59 PM

নয়া দিল্লি: ফের অগ্নিকাণ্ড রাজধানীতে। এবার দিল্লির ওখলা ফেজ-১ এলাকায় একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। রবিবার দুপুরে এই অগ্নিকাণ্ডের পর বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নেভেনি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৬টি ইঞ্জিন। তবে এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ দিল্লির ওখলা ফেজ-১ এলাকায় একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দুপুর ৩টে পর্যন্ত খবর অনুযায়ী, দমকলের ১৬টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। কিন্তু, আগুন নেভেনি। ওই কারখানা থেকে আশপাশের কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়েছে। তবে এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কী থেকে কারখানায় আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে আগুন লাগার আগে একটি জোরাল বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারপরই কারখানাটিতে আগুন লেগে যায়। গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণটি ঘটেছে এবং তার থেকেই অগ্নিকাণ্ড বলে স্থানীয়দের দাবি। অন্যদিকে, এদিন রবিবার হওয়ায় কারখানাটিতে কেউ ছিলেন না। ফলে কারও মৃত্যু বা আহত হওয়ার খবর নেই বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যাতেই দিল্লির ব্যস্ততম সদর বাজার এলাকায় গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সদর বাজারের গাড়ি পার্কিং এলাকাতেই জোরাল বিস্ফোরণটি ঘটে। তার জেরে পার্কিংলট লাগোয়া পাইকারি মার্কেটের খেলনার দোকান সহ বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায়। ঘটনায় দোকানের ২ কর্মী অগ্নিদগ্ধও হন। তারপর দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং অগ্নিদগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।