Cyclone Michaung: ঘূর্ণিঝড় মিগজাউমের ল্যান্ডফলের আগে অন্ধ্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা প্রধানমন্ত্রী মোদীর
PM Narendra Modi: হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, আগামী ১২ ঘণ্টায় আরও শক্তি বৃদ্ধি হবে ঘূর্ণিঝড় মিগজাউমের। মধ্য-পশ্চিম বঙ্গোপসাগর থেকে এই ঘূর্ণিঝড় অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুর উপকূলের দিকে এগিয়ে আসবে। ৪ ডিসেম্বর তামিলনাড়ুর উপকূলের গা ঘেষে তা ক্রমশ উত্তর দিকে এগোবে এবং শেষমেশ অন্ধ্রের উপকূলে ল্যান্ডফল হবে মিগজাউমের।
নয়াদিল্লি: বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউমের শক্তি বাড়ছে। ক্রমশ তা তামিলনাড়ুর উত্তর এবং অন্ধ্র প্রদেশের দক্ষিণ উপকূলের দিকে এগিয়ে আসছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তামিলনাড়ুর উত্তর উপকূলের কাছে এসে উত্তরে বাঁক নেবে মিগজাউম। মঙ্গলবার তা অন্ধপ্রদেশের দক্ষিণ অংশের উপকূলে আছড়ে পড়বে। ঘূর্ণিঝড় মিগজাউম নিয়ে ইতিমধ্যেই অন্ধ্র প্রদেশ এবং তামিলনাড়ুর উত্তরাংশের উপকূল এলাকায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে প্রস্তুতি হচ্ছে রাজ্যগুলি। সেই প্রস্তুতি নিয়েই অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডির সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সতর্কতা প্রস্তুতি নিয়ে খোঁজ খবরের পাশাপাশি সব রকম সাহায্যের আশ্বাস অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীকে দিয়েছেন প্রধানমন্ত্রী।
হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, আগামী ১২ ঘণ্টায় আরও শক্তি বৃদ্ধি হবে ঘূর্ণিঝড় মিগজাউমের। মধ্য-পশ্চিম বঙ্গোপসাগর থেকে এই ঘূর্ণিঝড় অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুর উপকূলের দিকে এগিয়ে আসবে। ৪ ডিসেম্বর তামিলনাড়ুর উপকূলের গা ঘেষে তা ক্রমশ উত্তর দিকে এগোবে এবং শেষমেশ অন্ধ্রের উপকূলে ল্যান্ডফল হবে মিগজাউমের। অন্ধ্রপ্রদেশের মাচিলিপটনমের কাছে ল্যান্ডফল হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
এর প্রভাবে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে তামিলনাড়ুর উত্তরাংশের উপকূল এলাকায়। অন্ধ্রের অনেক এসাকাতেও আকাশে মেঘ। সোমবার থেকে ঝোড়ো হাওয়া বওয়া শুরু হবে ওই সব এলাকায়। ঝড়ের সর্বোচ্চ বেগ ১০০ কিলোমিটারেও পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা। সতর্কতা হিসাবে তামিলনাড়ু সরকার চেন্নাই, চেঙ্গালপাট্টু, কাঞ্চিপুরম এবং তিরুভাল্লুর জেলায় সোমবার ছুটি ঘোষণা করেছে। জরুরি পরিষেবা ছাড়া সমস্ত পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পণ্ডিচেরী, কারাইকাল, ইয়ানামেও বন্ধ রাখা হচ্ছে স্কুল-কলেজ। ঘূর্ণিঝড়ের সতর্কতা হিসাবে ৩ থেকে ৭ ডিসেম্বর ১১৮টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে দক্ষিণ-মধ্য রেলওয়ে। এই সব প্রস্তুতি নিয়ে কথা বলতেই অন্ধ্রের মুখ্যমন্ত্রীকে ফোন করলেন মোদী।