Amit Shah: ‘রাহুল বাবা’কে ‘ইটালিয় চশমার’ খোঁচা, অরুণাচল থেকে তীব্র আক্রমণ অমিত শাহের

Amit Shah at Arunachal: অরুণাচল প্রদেশের বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে এসে, রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতাদের কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ।

Amit Shah: 'রাহুল বাবা'কে 'ইটালিয় চশমার' খোঁচা, অরুণাচল থেকে তীব্র আক্রমণ অমিত শাহের
দুই দিনের অরুণাচল সফরে এসে রাহুল'কে তীব্র আক্রমণ অমিত শাহ-এর
Follow Us:
| Edited By: | Updated on: May 22, 2022 | 2:18 PM

ইটানগর: ‘রাহুল বাবার উচিত চোখ থেকে ইটালিয় চশমা খুলে ফেলা’। রবিবার, অরুণাচল প্রদেশের নামসাই জেলায় বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে এসে রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতাদের কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। নামসাইয়ে এদিন তিনি প্রায় ১০০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। এরপর উত্তর-পূর্বের সীমান্তবর্তী রাজ্যটির বাসিন্দাদের উদ্দেশ্যে বক্তব্যও রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘কংগ্রেস নেতারা জিজ্ঞাসা করছেন গত ৮ বছরে কী হয়েছে? আসলে তারা চোখ বন্ধ করে জেগে রয়েছে। ইতালিয় চশমা খুলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী পেমা খান্দুর উন্নয়নের কাজ দেখা উচিত রাহুল বাবার।’

প্রসঙ্গত, শনিবারই লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘আইডিয়াস অফ ইন্ডিয়া’ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেথছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল অভিযোগ করেন, বিজেপির শাসনামলে ভারতের গণতন্ত্র ভেঙে পড়েছে। ভারতের অবস্থা ভাল নয়। এটা বিশ্বের উপরও ধ্বংসাত্মক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। রাহুল দাবি করেন, দেশে দুই ধরনের শাসনব্যবস্থা দেখা যাচ্ছে। একটি ভিন্নমতের কণ্ঠকে দমন করে এবং অন্য ব্যবস্থাটি ভিন্ন মত শোনে। পাশাপাশি, কর্মসংস্থানের অভাব থেকে ভারতের বিদেশনীতি – বিভিন্ন বিষয় নিয়েই মোদী সরকারের সমালোচনা করেন রাহুল গান্ধী। অমিত শাহ, তারই জবাব দিলেন বলে মনে করা হচ্ছে।

কংগ্রেসকে আক্রমণের পাশাপাশই, অমিত শাহ এদিন প্রতিশ্রুতি দিয়েছেন, বিজেপি সরকার পরশুরাম কুন্ডকে রেল-যোগে জুড়বে। এই হিন্দু তীর্থস্থান, অরুণাচল প্রদেশের লোহিত জেলায় অবস্থিত। তেজু থেকে ২১ কিমি উত্তরে, লোহিত নদীর অববাহিকায় অবস্থিত এই স্থানেই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম তাঁর মাতৃহত্যার পাপ থেকে মুক্ত হয়েছিলেন বলে কথিত আছে। প্রতি বছর মকর সংক্রান্তির দিন, অন্তত ৭০,০০০ মানুষ পূণ্য অর্জনের আশায় লোহিত নদীতে স্নান করেন। শুধু ভারতের বিভিন্ন স্থান থেকেই নয়, নেপাল থেকেও বহু ভক্ত আসেন এই স্থানে। শনিবারই পরশুরাম কুন্ডে, পরশুরামের একটি ৫১ ফুট দীর্ঘ ব্রোঞ্জ মূর্তির শিলান্যাস করেছিলেন অমিত শাহ।

শুধু পরশুরাম কুন্ডই নয়, রাজ্যের অন্যান্য দুর্গম এলাকাতেও রেল-যোগাযোগ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন অমিত শাহ। বস্তুত, ডোকালামের ঘটনার পর, চিন সীমান্তবর্তী এই রাজ্যটির নিরাপত্তা বাড়াতে সক্রিয় হয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতীয় সেনার পক্ষ থেকেও, নিরাপত্তার কারণে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের প্রস্তাব দেওয়া হয়েছিল। এছাড়াও অমিত শাহ এদিন দাবি করেন, অরুণাচল প্রদেশের পর্যটন শিল্প এবং আইন-শৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে, প্রধানমন্ত্রী মোদী গত ৮ বছরে যা কাজ করেছেন, তা ৫০ বছরেও হয়নি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এদিন একদিনেই ৭৮৬ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের কাজ হয় শেষ হয়েছে, অথবা, শুরু হচ্ছে। পাশাপাশি, ৩৩,৪৬৬ টি পরিবার এবং ৮০০ টি স্বনির্ভর গোষ্ঠী এবং এনজিও-র জন্য ২৪৪ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু করা হল। শনিবারই দুই দিনের সফরে অরুণাচল প্রদেশে এসেছিলেন অমিত শাহ। সফরের প্রথম দিন তিনি তিরাপ জেলার নরোত্তম নগরে রামকৃষ্ণ মিশনের গোল্ডেন জুবিলি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দের একটি মূর্তি উন্মোচন করেছিলেন তিনি।