Himachal CM: হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা কংগ্রেসের, রবিতেই শপথ

সুখবিন্দর সিং সুখু রাহুল গান্ধী তথা গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলেও হিমাচলের প্রয়াত ছয়বারের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের সঙ্গে তাঁর সম্পর্ক খুব একটা মধুর ছিল না।

Himachal CM: হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা কংগ্রেসের, রবিতেই শপথ
হিমাচলের মুখ্যমন্ত্রী হচ্ছেন সুখবিন্দর সিং সুখু। ছবি সৌজন্য: ফেসবুক।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2022 | 7:36 PM

সিমলা: সকাল থেকেই জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সন্ধ্যায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল কংগ্রেস। সুখবিন্দর সিং সুখু, হিমাচল প্রদেশের প্রচার কমিটির প্রধান তথা চারবারের বিধায়ককেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করল কংগ্রেস নেতৃত্ব। রবিবার, ১১ ডিসেম্বর সকাল ১১টায় মুখ্যমন্ত্রী পদে শপথ নিবেন তিনি।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদের দৌড়ে রাজ্য কংগ্রেস প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের স্ত্রী প্রতিভা সিংয়ের নাম প্রথমদিকে উঠলেও শুক্রবার সন্ধ্যায় কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে দলীয় সভাপতির বৈঠকের পরেই সেটা খারিজ হয়ে যায়। তারপর শনিবার সকাল থেকেই হিমাচলের মুখ্যমন্ত্রী পদের জন্য নাম উঠে আসে সুখবিন্দর সুখুর। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চারবারের বিধায়ক তথা হিমাচল প্রদেশ কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্টকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এদিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপ-মুখ্যমন্ত্রীর নামও ঘোষণা করল কংগ্রেস। রাজ্যের পাঁচবারের বিধায়ক মুকেশ অগ্নিহোত্রীকে উপ-মুখ্যমন্ত্রী করা হচ্ছে। রবিবার শুভেন্দু সুখুর সঙ্গেই উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মুকেশ অগ্নিহোত্রী।

হিমাচলের মুখ্যমন্ত্রী হিসেবে সুখবিন্দর সুখুর নাম ঘোষণার পরেই এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি আর উপ-মুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী একটা দল হিসেবে কাজ করব। আমি ১৭ বছর বয়সে আমার রাজনৈতিক জীবন শুরু করেছি। কংগ্রেস দল আমার জন্য যা করেছে,সেটা আমি কখনও ভুলব না।”

প্রসঙ্গত, সুখবিন্দর সিং সুখু রাহুল গান্ধী তথা গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলেও হিমাচলের প্রয়াত ছয়বারের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের সঙ্গে তাঁর সম্পর্ক খুব একটা মধুর ছিল না। তবে দলের প্রচার কমিটিতে এবং সংগঠন মজবুত করার ক্ষেত্রে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে।

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে হিমাচল প্রদেশে কংগ্রেস এবং বিজেপির জোর লড়াই হয়। শেষ পর্যন্ত অবশ্য ৬৮টি বিধানসভা আসনের মধ্যে ৪০টি দখল করে বিজেপিকে পরাজিত করে কংগ্রেস।