Rahul Gandhi: আর সাংসদ নন রাহুল গান্ধী, দোষী সাব্যস্তের ২৪ ঘণ্টার মধ্যেই খারিজ লোকসভার সদস্যপদ
Rahul Gandhi disqualified from Lok Sabha: মানহানি মামলায় দুই বছরের কারাদণ্ডের জেরে, লোকসভার সদস্যপদ খোয়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
নয়া দিল্লি: রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ খারিজ। বৃহস্পতিবারই গুজরাটের সুরাটের এক আদালত, এক ফৌজদারি মানহানির মামলায় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছিল। তাঁকে দুই বছরের কারাদণ্ড দেয আদালত। তার জেরেই শুক্রবার (২৪ মার্চ), তাঁর সাংসদ পদ খারিজ করা হল। সংসদের এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। শুক্রবার গুজরাটের সুরাটের এক আদালত রাহুল গান্ধীকে এক ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ড দেয়। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রচারের সময়, কর্নাটকের কোলারে এক জনসভায়, “সব চোরের পদবিই কেন মোদী হয়?” আপাতভাবে, তিনি পলাতক অর্থনৈতিক অপরাধী ললিত মোদী এবং নীরব মোদীর কথা ইঙ্গিত করেছিলেন। কিন্তু, বিজেপি বিধায়ক তথা গুজরাটের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদী। সেই মামলারই রায় ঘোষণা করা হয়েছে। তারপর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সাংসদ পদ খারিজ করা হল রাহুল গান্ধীর।
সংসদের নিয়ম অনুযায়ী ২ বছথর বা তার বেশি সময়ের জন্য কোনও সংসদের জেল হলে তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যায়। সেই নিয়মের গেরোতেই রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হল। এই সংশোধিত নিয়ম জারি করা হয়েছে ইউপিএ-১ সরকারের সময়ে। মনমোহন সরকারের সময়ে সংশোধিত আইনের জেরেই বিপাকে পড়লেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীকে অবশ্য আগাম জামিন নিয়েছেন। বৃহস্পতিবার (২৪ মার্চ), দোষী সাব্যস্ত করার সময়, আদালতও তাঁকে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ দিয়েছে। একমাসের মধ্যে তাঁকে উচ্চ আদালতে আবেদন করতে হবে। কিন্তু, সেই আইনি সুযোগ কাজে লাগানোর আগেই রাহুলের সদস্যপদ খারিজ করলেন লোকসভাপ স্পিকার ওম বিড়লা।
Rahul Gandhi – Congress MP from Wayanad, Kerala – disqualified as a Member of Lok Sabha following his conviction in the criminal defamation case over his ‘Modi surname’ remark. pic.twitter.com/SQ1xzRZAot
— ANI (@ANI) March 24, 2023
তবে, ২ বছরের কারাদণ্ডের জেরে শুধু লোকসভার সদস্যপদ খোয়ানো নয়, আরও বড় বিপদে পড়তে পারেন রাহুল গান্ধী। একমাসের মধ্যে উচ্চ আদালত বা সুপ্রিম কোর্টে, সুরাট আদালতের রায়কে চ্যালেঞ্জ না করলে তাঁর নির্বাচনী রাজনীতির ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠতে পারে। ৬ বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার হারাতে পারেন তিনি।