Priyanka Gandhi Vadra: প্রধানমন্ত্রী হতে পারেন রাহুল গান্ধী, বললেন বোন প্রিয়ঙ্কা

Priyanka Gandhi Vadra: প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। তিনি বলেন, "এটা (কর্নাটকে ক্ষমতায় আসা) একটা বড় দায়িত্ব। আমরা জনগণকে নিশ্চয়তা দিচ্ছি যে, তাঁদের প্রত্যাশা অবশ্যই পূরণ করব। আমরা জনগণের জন্য কাজ করব। এরপর কী হবে, সেটা জনগণই বলবে।"

Priyanka Gandhi Vadra: প্রধানমন্ত্রী হতে পারেন রাহুল গান্ধী, বললেন বোন প্রিয়ঙ্কা
রাহুল গান্ধী। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: May 14, 2023 | 5:20 PM

নয়া দিল্লি: আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী (PM Candidate) হতে পারেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কর্নাটক জয়ের পর এমনই ইঙ্গিত দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী ভঢরা। তবে দল নয়, জনগণই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি (Priyanka Gandhi Vadra)। অন্যদিকে, কর্নাটকে এই বিপুল জয় আগামী বছর লোকসভা নির্বাচনের আগে একটি বড় ধাপ হিসাবে কাজ করবে বলে জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া (Siddaramaiah)। প্রিয়াঙ্কার কথায় সুর মিলিয়ে তিনি বলেন, “এই নির্বাচনের ফলাফল লোকসভা নির্বাচনের একটি ধাপ। আমি আশা করি, সমস্ত অ-বিজেপি দল একত্রিত হবে এবং দেখা যাবে বিজেপি পরাজিত হয়েছে। আমিও এটাও আশা করি যে, রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হতে পারেন।”

কর্নাটক বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে কংগ্রেস। ২২৪টি আসনের মধ্যে ১১৩টি পেয়েছে কংগ্রেস। তবে কেবল জয় পেয়েই কাজ শেষ হয়ে যায়নি। এবার দায়িত্ব আরও বেড়ে গিয়েছে বলে জানিয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। তিনি বলেন, “এটা (কর্নাটকে ক্ষমতায় আসা) একটা বড় দায়িত্ব। আমরা জনগণকে নিশ্চয়তা দিচ্ছি যে, তাঁদের প্রত্যাশা অবশ্যই পূরণ করব। আমরা জনগণের জন্য কাজ করব। এরপর কী হবে, সেটা জনগণই বলবে।”

কর্নাটকে বিপুল ভোটে জয় প্রসঙ্গে নাম না করে বিজেপিকেও কটাক্ষ করেন প্রিয়ঙ্কা গান্ধী ভঢরা। তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যে রাজনীতি জনগণের থেকে দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং জনসাধারণের সমস্যা নিয়ে কথা বলে না, সেটা এদেশে আর চলবে না। আমরা হিমাচল এবং কর্ণাটকে এটা দেখেছি। জনগণ তাদের সমস্যা নিয়ে আলোচনা এবং সমাধান চায়।”

কংগ্রেস দরিদ্রদের সমর্থনে দাঁড়িয়েছিল এবং তারই ফল কর্নাটক নির্বাচনের জয় বলে জানিয়েছেন রাহুল গান্ধীও। তিনি বলেন, “কর্নাটকে গরিবরা পুঁজিপতিদের পরাজিত করেছে। এই নির্বাচন সম্পর্কে আমি সত্যিই যেটা পছন্দ করেছি তা হল, আমরা ঘৃণার সঙ্গে যুদ্ধ করিনি। আমরা নির্বাচন করেছি ভালোবাসা দিয়ে…।” রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’-র প্রভাব নির্বাচনে পড়েছিল বলে জানিয়েছেন কংগ্রেসের জেনারেল সেক্রেটারি-ইন-চার্জ জয়রাম রমেশ।