Indian Railway: দুর্ঘটনায় এ বার দশ গুণ ক্ষতিপূরণ দেবে ভারতীয় রেল

রেল সূত্রে জানা গিয়েছে, মৃতদের জন্য ক্ষতিপূরণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। অন্য দিকে গুরুতর আহতের জন্য ক্ষতিপূরণ ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে আড়াই লক্ষ টাকা করা হয়েছে। স্বপ্ল আহতদের জন্য ক্ষতিপূরণ ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।

Indian Railway: দুর্ঘটনায় এ বার দশ গুণ ক্ষতিপূরণ দেবে ভারতীয় রেল
রেল দুর্ঘটনাImage Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Sep 21, 2023 | 6:01 PM

নয়াদিল্লি: ট্রেনে দুর্ঘটনায় আহত এবং মৃতদের ক্ষতিপূরণ দেয় ভারতীয় রেল। বহু বছর ধরেই এই ক্ষতিপূরণ দেওয়া হয় রেলের তরফে। সেই ক্ষতিপূরণে অঙ্ক বৃদ্ধি করল রেল। রেলওয়ে বোর্ডের বৈঠকে সম্প্রতি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, আহত ও মৃতদের জন্য ক্ষতিপূরণের পরিমাণ প্রায় ১০ গুণ বাড়ানো হয়েছে। এ বিষয়ে ১৮ সেপ্টেম্বর একটি সার্কুলারে রেলের তরফে জানানো হয়েছে, “রেল দুর্ঘটনায় মৃতদের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

রেল সূত্রে জানা গিয়েছে, মৃতদের জন্য ক্ষতিপূরণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। অন্য দিকে গুরুতর আহতের জন্য ক্ষতিপূরণ ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে আড়াই লক্ষ টাকা করা হয়েছে। স্বপ্ল আহতদের জন্য ক্ষতিপূরণ ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।

আহতদের জন্য ক্ষতিপূরণের পাশাপাশি তাঁদের চিকিৎসার খরচও দেয় রেল। রেল দুর্ঘটনায় আহত কোনও ব্যক্তিকে যদি ৩০ দিনের বেশি হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়, তাহলে ৩০ দিনের পর প্রতি দিন ৩ হাজার টাকা করে দেওয়া হবে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়া অবধি এই টাকা দেওয়া হবে।

প্রহরীযুক্ত লেভেল ক্রসিংয়ে কোনও মানুষ দুর্ঘটনার কবলে পড়লে সেখানেও এই ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে কোনও পথচারী দুর্ঘটনার কবলে পড়তে তাঁকে এই ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে না। রেলওয়ে আইন ১৯৮৯-এর অধীনে রেলের এই ক্ষতিপূরণ দেওয়া হয়। কারা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য এবং কারা নয়।, তা নিয়ে ওই আইনে বিস্তারিত উল্লেখ রয়েছে।