Gig Workers: অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের সামাজিক সুরক্ষার জন্য নতুন আইন রাজস্থানে, দেশের মধ্যে প্রথম
প্রসঙ্গত, দেশের অধিকাংশ কর্মীই অসংগঠিত ক্ষেত্রের কর্মী। কিন্তু সেই সব কর্মীরা সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুযোগ সুবিধা পান না। বিপুল সংখ্যক এই সব কর্মীদের পাশে দাঁড়াল রাজস্থান সরকার।
জয়পুর: অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করল রাজস্থান সরকার। দেশের প্রথম রাজ্য হিসাবে এই পদক্ষেপ করল কংগ্রেস শাসিত এই রাজ্য। ইতিমধ্যেই এ সংক্রান্ত বিল পাশ হয়েছে রাজস্থান বিধানসভায়। কোনও বাধা ছাড়াই রাজস্থান প্ল্যাটফর্ম বেসড গিগ ওয়ার্কাস (রেজিস্ট্রেশন অ্যান্ড ওয়েলফেয়ার) বিল পাশ হয়েছে। গত বাজেট অধিবেশনেই বিলটি পেশ করা হয়েছিল রাজস্থান বিধানসভায়। অস্থায়ী ভাবে নিযুক্ত, ফ্রিল্যান্সার বা কন্ট্রাকটরের অধীনে কর্মরত বা সুইগি, জোমাটোর ডেলিভারি বয়ের কাজ করা কর্মীরা অসংগঠিত ক্ষেত্রের অন্তর্গত। তাঁদের জন্য সামাজিক সুরক্ষার ব্যবস্থা করল গেহলট সরকার।
প্রসঙ্গত, দেশের অধিকাংশ কর্মীই অসংগঠিত ক্ষেত্রের কর্মী। কিন্তু সেই সব কর্মীরা সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুযোগ সুবিধা পান না। বিপুল সংখ্যক এই সব কর্মীদের পাশে দাঁড়াল রাজস্থান সরকার। সে রাজ্যে নতুন বিল পাশ হওয়ার পর থেকে অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা সরকারি বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন।
নতুন বিল পাশ হওয়ার পর অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। এই রেজিস্ট্রেশনের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে পারবেন তাঁরা। অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের উন্নয়নের জন্য একটি বোর্ডও গঠন করা হয়েছে। সেই বোর্ডে থাকবেন শ্রমমন্ত্রী। তাঁর নেতৃত্বেই প্রতি মাসে অন্তত এক বার করে বসবে বোর্ডের বৈঠক।