Fake MP: রাজস্থানে ভুয়ো সাংসদ! সরকারি দফতরে ৩ দিন ধরে ঢুঁ মারার পর গ্রেফতার

Fake MP Arrested: যুগজিৎ এক ভুয়ো ভিসিটিং কার্ডও বানিয়েছিল। সেই কার্ড দেখিয়ে জেলাস্তরের আধিকারিকদের নিজের সাংসদ হিসেবে পরিচয় দিত এবং আধিকারিকদের সঙ্গে বৈঠকের সময় চাইত।

Fake MP: রাজস্থানে ভুয়ো সাংসদ! সরকারি দফতরে ৩ দিন ধরে ঢুঁ মারার পর গ্রেফতার
রাজস্থানে গ্রেফতার ভুয়ো সাংসদ (প্রতীকী চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2021 | 9:06 PM

কোটা : পশ্চিমবঙ্গে ভুয়ো আইএএস কাণ্ডে স্মৃতি এখনও কারও স্মৃতি থাকে আবছা হয়নি। আর এরই মধ্যে এবা খোঁজ মিলল ভুয়ো সাংসদের! রাজ্যসভার সাংসদ হিসেবে নিজের পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দফতরে ঘুরে বেরাচ্ছিল সে। শনিবার রাজস্থানের বুন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তার এক আত্মীয়কেও। ওই ভুয়ো সাংসদ হিমাচল প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে।

ধৃত ভুয়ো সাংসদের নাম যুগজিৎ সিং ওরফে পুরণ সিং। ওই ব্যক্তি নিজেকে পঞ্জাবের রাজ্যসভার সাংসদ নরেন্দ্র গিল হিসেবে পরিচয় দিচ্ছিল। বিগত তিন দিন ধরে বিভিন্ন সরকারি অফিসে ঢুঁ মারছিল ওই ব্যক্তি আর জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধান করছিল বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

যুগজিৎ এক ভুয়ো ভিসিটিং কার্ডও বানিয়েছিল। সেই কার্ড দেখিয়ে জেলাস্তরের আধিকারিকদের নিজের সাংসদ হিসেবে পরিচয় দিত এবং আধিকারিকদের সঙ্গে বৈঠকের সময় চাইত। জানা গিয়েছে, ওই ব্যক্তি এবং তাঁর আত্মীয় বুন্ডি সার্কিট হাউজ়ে আস্তানা নিয়েছিল।

পুলিশের তরফে জানানো হয়েছে, যুগজিৎ সিং বৃহস্পতিবার বুন্ডি জেলা কালেক্টর এবং বিভাগীয় কমিশনারের সঙ্গে একটি বৈঠক করেছিল। ওই বৈঠকে যুগজিৎ নিজেকে পঞ্জাবের রাজ্যসভা সাংসদ হিসাবে পরিচয় দিয়েছিল। পরের দিন, সে বুন্ডি জেলা কালেক্টরের অফিসে যায় এবং কালেক্টরের ব্যক্তিগত সহকারীকে হিন্দলির তহসিলদারের কাছে ফোন করতে বলে এবং জমি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য তাকে সহায়তা করার জন্য বলে।

এদিকে ওই দুই ব্যক্তির সন্দেহজনক আচরণের খবর ইতিমধ্য়েই পৌঁছে যায় পুলিশের কাছে। সূত্র মারফত পাওয়া ওই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল ওই দুই জনের উপর নজরদারি রাখতে শুরু করে। সিটি পুলিশ সুপার জয় যাদব সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, পুলিশের ওই দলটির দায়িত্ব ছিল ওই ব্যক্তির পরিচয় যাচাই করার জন্য।

পরে সন্দেহ গভীর হওয়ায় এবং আরও তদন্ত করা হলে জানা যায় অভিযুক্ত ওই ব্যক্তি হিমাচল প্রদেশের উনা জেলার আম্ব শহরের বাসিন্দা। নাম জুগজিৎ সিং। শনিবার বুন্ডি সিটি থানার এসএইচও সহদেব মীনার নেতৃত্বে পুলিশের একটি দল বুন্ডির বলচাঁদ পাড়া এলাকার সুতার নাকা এলাকা থেকে জুগজিৎ সিং এবং রবীন্দ্র চাবরাকে গ্রেফতার করে।

বুন্ডির জেলা কালেক্টরের ব্যক্তিগত সহকারীর অভিযোগের ভিত্তিতে, পুলিশ যুগজিৎ সিং এবং তার আত্মীয় রবীন্দ্র চাবরার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৭০, ১৭১, ৪১৯, এবং ১২০ (বি) ধারার আওতায় মামলা রুজু করা হয়েছে। গোটা বিষয়টির সঙ্গে আরও কেউ জড়িত আছেন কিনা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, ভুয়ো সাংসদের সহযোগী চাবরা আরও পাঁচটি ফৌজদারি মামলায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে, যার মধ্যে ‘খুনের চেষ্টা’ মামলা রয়েছে।

আরও পড়ুন: Kashi Viswanath Corridor: নতুন বারাণসীর স্বপ্ন দেখাচ্ছে কাশী-বিশ্বনাথ করিডর, ভোল পাল্টে দিচ্ছেন নমো