Rajasthan Assembly Election: বিয়ের ধূম! রাজস্থানে বিধানসভা ভোটের দিন পরিবর্তন নির্বাচন কমিশনের
সূত্র মারফত জানা গিয়েছে, বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন এই দিন পরিবর্তন করতে অনুরোধ করেছিল। ২৩ নভেম্বর সে রাজ্যে এত বিয়ের দিন স্থির হয়ে রয়েছে, যার জেরে তাঁরা সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। কমিশনকে জানানো হয়েছে, ওই দিনে প্রায় ৫০ হাজার বিয়ে ইতিমধ্যেই স্থির রয়েছে। সে জন্যই দিন পরিবর্তন করা হয়েছে বলে জানালো কমিশন।
জয়পুর: রাজস্থানে বিধানসভা নির্বাচনের দিন পরিবর্তন করল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী ২৩ নভেম্বর বিধানসভা ভোট হওয়ার কথা ছিল পশ্চিম ভারতের এই রাজ্যে। কিন্তু সেই দিন পরিবর্তন করে ২৫ নভেম্বর করা হল। তবে এই ভোটের গণনা হবে ৩ ডিসেম্বরই। যে সময় ভোট হবে, সেটি বিয়ের মরসুম। ২৩ নভেম্বর ইতিমধ্যেই সেই রাজ্যে প্রচুর বিয়ের দিন স্থির হয়ে রয়েছে। তাই ওই দিনে ভোট হলে প্রচুর মানুষ সমস্যায় পড়বে বলে জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিল বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন। সেই আবেদনেই সাড়া দিয়ে নির্বাচনের দিন পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।
ভোটের দিন পরিবর্তন নিয়ে বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সূত্র মারফত জানা গিয়েছে, বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন এই দিন পরিবর্তন করতে অনুরোধ করেছিল। এর মধ্যে জোধপুরের বিজেপি সাংসদ পিপি চৌধরিও রয়েছেন বলে জানা গিয়েছে। ২৩ নভেম্বর সে রাজ্যে এত বিয়ের দিন স্থির হয়ে রয়েছে, যার জেরে তাঁরা সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। কমিশনকে জানানো হয়েছে, ওই দিনে প্রায় ৫০ হাজার বিয়ে ইতিমধ্যেই স্থির রয়েছে। সে জন্যই দিন পরিবর্তন করা হয়েছে বলে জানালো কমিশন।
Polling date for #RajasthanElection2023 shifted to 25th November from 23rd November due to “largescale wedding/social engagement” on that day pic.twitter.com/ERWaMLM8ke
— Spokesperson ECI (@SpokespersonECI) October 11, 2023
রাজস্থানের সঙ্গে মধ্য প্রদেশ, ছত্তীসগঢ়, মিজোরাম, তেলঙ্গানাতে ভোটের ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যে ছত্তীসগঢ়ে ভোট হবে দুই দফায় (৭ এবং ১৭ নভেম্বর)। মধ্য প্রদেশে ১৭ নভেম্বর, তেলঙ্গানায় ৩০ নভেম্বর এবং মিজোরামে ৭ নভেম্বর ভোট হবে। রাজস্থানে ভোট হবে ২৫ নভেম্বর। এই সমস্ত ভোটের গণনা হবে ৩ ডিসেম্বর। এই পাঁচ রাজ্যে ৮.২ কোটি পুরুষ এবং ৭.৮ কোটি মহিলা ভোট দেবেন বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।