Rajasthan News: চুরি গিয়েছে বিচারকের ছেলের জুতো, তল্লাশি-অভিযানে ‘অতি-সক্রিয়’ গেহলটের পুলিশ
Shoe searching: জুতোর হদিশ পেতে পুলিশ যে তৎপরতা শুরু করেছে তা দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা। যেখানে বহু গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি সহজে হয় না, সেখানে বিচারকের ছেলের জুতোর খোঁজে পুলিশ অতি-সক্রিয় বলে তোপ দেগেছেন স্থানীয়রা।
জয়পুর: এ যেন মশা মারতে কামান দাগা! বিচারকের ছেলের জুতো চুরি গিয়েছে। আর তা নিয়ে হুলুস্থূল পড়ে গিয়েছে রাজস্থানের (Rajasthan) জয়পুরে। থানায় অভিযোগ দায়ের করে জোরকদমে বিচারকের ছেলের চুরি যাওয়া জুতোর খোঁজ শুরু করেছে রাজস্থান পুলিশ। CCTV ফুটেজ দেখে ইতিমধ্যে কয়েকজনকে আটকও করেছে পুলিশ। যা দেখে হতবাক স্থানীয় বাসিন্দারাও।
পুলিশের তৎপরতা হবে না-ই বা কেন! বিচারকের ছেলের জুতো চুরি গিয়েছে বলে কথা। জোগেন্দ্র কুমার আগরওয়াল নামে ওই বিচারক রাজস্থানের আলোয়ারে পস্কো আদালতে বিচারের দায়িত্বে রয়েছেন। জয়পুরের বাদি ছৌপার এলাকায় ব্রিজ নিধি মন্দিরের বাইরে জুতো খুলে পুজো দিতে গিয়েই বিচারকের ছেলের জুতো চুরি যায়। তারপরই জুতোর খোঁজ পেতে সরাসরি মানক চক থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন বিচারক জোগেন্দ্র কুমার আগরওয়াল।
পুলিশ জানায়, বিচারক জোগেন্দ্র কুমার আগরওয়ালের ছেলের যে জুতোটি চুরি গিয়েছে, সেটির দাম ১০ হাজার টাকা। তাই মহার্ঘ্য জুতো ফেরত পেতে মামলা করেছেন বিচারক। ইতিমধ্যে মানক চক থানার হেড কনস্টেবল মনিরামের নেতৃত্বে তদন্তকারী একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সদস্যরা ব্রিজ নিধি মন্দির চত্বরের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত জুতো চোরের খোঁজ শুরু করেছেন। ইতিমধ্যে বিশেষ সূত্রে খবর পেয়ে এই ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও শুরু করেছে পুলিশ।
এদিকে, জুতোর হদিশ পেতে পুলিশ যে তৎপরতা শুরু করেছে তা দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা। যেখানে বহু গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি সহজে হয় না, সেখানে বিচারকের ছেলের জুতোর খোঁজে পুলিশ অতি-সক্রিয় বলে তোপ দেগেছেন স্থানীয়রা।