Flesh Trade: বিউটিশিয়ানকে ধর্ষণ করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ! কাঠগড়ায় স্পা-মালিক

Rajkot: রাজকোটের অতিরিক্ত পুলিশ কমিশনার রাজেশ ভারাইয়া বলেছেন, “অভিযুক্তের হুমকিত আগ্রাহ্য করেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা তরুণী। অভিযুক্তের নামে মামলা দায়ের করা হয়েছে। এর আগেও অভিযুক্ত ব্যক্তি কয়েক জন মহিলার সঙ্গে একই কাজ করেছিলেন। তিনি পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।”

Flesh Trade: বিউটিশিয়ানকে ধর্ষণ করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ! কাঠগড়ায় স্পা-মালিক
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2022 | 5:09 PM

রাজকোট: বেশ কয়েক মাস ধরে স্থায়ী কাজের খোঁজ করেছিলেন ২২ বছরের এক তরুণী। পড়াশোনা শেষ করে বিউটিশিয়ানের কোর্স করেছিলেন তিনি। ফ্রিল্যান্সের কাজ করেই পরিবারকে সাহায্য করতেন তিনি। কাজ না পেলে রোজগার থাকত বন্ধ। তাই তিনি অনেক দিন বিউটিশিয়ানের ধরেই স্থায়ী কাজ খুঁজছিলেন। এক শপিং মলে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। সেই ব্যক্তির স্পা-এর মালিক। তাঁর স্পা-এ ওই যুবকীতে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওই ব্যক্তির কথায় বিশ্বাস করে কাজের খোঁজে তাঁর স্পা-এ গিয়েছিলেন। অভিযোগ ওই ব্যক্তি তখন তাঁকে ধর্ষণ করে। এবং ঘটনার কথা প্রকাশ্যে না আনতে হুমকি দেন। এর পর তাঁকে জোর করে দেহ ব্যবসা করতেও বাধ্য করা হয় বলে অভিযোগ। সেই কাজে অভিযুক্ত ব্যক্তির স্ত্রীও সাহায্য করেছে বলে অভিযোগ ২২ বছরের তরুণীর। অত্যাচার মাত্রা ছাড়া হতেই পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। যদিও ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক বলে জানিয়েছে পুলিশ। তাঁর খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রাজকোটের বাসিন্দা নির্যাতিতা তরুণী দশম শ্রেণি অবধি পড়াশোনা করেছেন। তার পর তিনি বিউটিশিয়ানের কোর্স করেছিলেন। ফ্রিল্যান্স কার করেই অর্থ উপার্জন করতেন তিনি। তা দিয়েই পরিবারকে সাহায্য করতেন। রোজগার বাড়ানোর আশায় স্থায়ী কাজ খুঁজছিলেন বলে জানিয়েছে পুলিশ। পাঁচ মাস আগে একটি মলে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর। ওই ব্যক্তি তাঁর স্পা-এ ওই তরুণীকে কাজের প্রস্তাব দেন। তিনি বলেন, কয়েক মাস পরেই রাজকোটে স্পা খুলবেন তিনি। আপাতত জেতপুরে তাঁর একটি স্পা আছে। সেখানে কাজ করতে হবে। পরে রাজকোটে স্পা খুলে গেলে সেখানে স্থানান্তরিত করে দেওয়া হবে তাঁকে।

সেই মতো জেতপুরে ওই ব্যক্তির সঙ্গে দেখা করেন তিনি। সেখানেই ওই ব্যক্তি তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ তরুণীর। এই ধর্ষণের কথা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এর পর কাজ নিয়ে আলোচনার জন্য নিজের বাড়িতে তরুণীকে ডেকে ছিলেন অভিযুক্ত ব্যক্তি। সেখানে তিন ব্যক্তির সঙ্গে যৌনতা করতে বাধ্য করা হয় বলে অভিযোগ ওই তরুণীর।

রাজকোটের অতিরিক্ত পুলিশ কমিশনার রাজেশ ভারাইয়া বলেছেন, “অভিযুক্তের হুমকিত আগ্রাহ্য করেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা তরুণী। অভিযুক্তের নামে মামলা দায়ের করা হয়েছে। এর আগেও অভিযুক্ত ব্যক্তি কয়েক জন মহিলার সঙ্গে একই কাজ করেছিলেন। তিনি পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।”