MVA Alliance: আরও কি একা হয়ে পড়বেন উদ্ধব ঠাকরে? মুর্মুুকে সমর্থন নিয়ে মহা জোটেও এবার বাঁধছে জট
MVA Alliance: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে শিবসেনা। এই নিয়ে মহারাষ্ট্রের মহা বিকাশ আগাড়ি জোটের মধ্যে ভাঙনের আভাস দেখা দিল। শিবসেনার কড়া সমালোচনা করলেন কংগ্রেস নেতা বালাসাহেব থোরাট।
মুম্বই: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার দিন, বারবার করে শরিক দলের নেতাদের ধন্যবাদ দিয়েছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। নিজের দলের লোকেরাই যখন তাঁকে পিছন থেকে ছুরি মেরেছিল, মহা বিকাশ আগাড়ি জোটের নেতারা কিন্তু শেষ পর্যন্ত উদ্ধবের পাশে ছিলেন। কিন্তু, এবার সেই সঙ্গীদেরও হারাতে পারেন উদ্ধব। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে আরও একা হয়ে যেতে পারেন তিনি। মঙ্গলবারই এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন উদ্ধব। একদিন পরই, বুধবার (১৩ জুলাই), তাঁকে পড়তে হল জোট শরিক কংগ্রেসের সমালোচনার মুখে।
এদিন, মহারাষ্ট্র বিশিষ্ট কংগ্রেস নেতা বালাসাহেব থোরাট আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার বিষয়ে শিবসেনার অবস্থান বদল নিয়ে নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করলেন। টুইট করে শিবসেনার মতাদর্শগত বিচ্যুতি নিয়ে প্রশ্ন তুললেন এই কং নেতা। টুইটে মারাঠি ভাষায় তিনি লিখেছেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন একটা আদর্শগত লড়াই। এটা গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য একটি চলমান সংগ্রাম। এটা নারী বনাম পুরুষ বা আদিবাসী বনাম অ-উপজাতির প্রশ্ন নয়। যারা সংবিধান ও গণতন্ত্র রক্ষার পক্ষে, তারা সকলেই যশবন্ত সিনহাকে সমর্থন করছে। কেন শিবসেনা দ্রৌপদী মুর্মুকে সমর্থন করছে? এর জন্য তারা কিছু কারণ দেখিয়েছে। তবে এর পিছনে শিবসেনা নেতৃত্বের আসল উদ্দেশ্য সম্পর্কে কিছুই বলা যায় না।’
তাহলে কি দ্রৌপদী মুর্মুকে সমর্থনের মধ্য দিয়ে বিজেপিকে কোনও বিশেষ বার্তা দিচ্ছেন উদ্ধব? বালাসাহেব থোরাট কিন্তু স্পষ্টতই এই দিকেই ইঙ্গিত করেছেন। সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় জোটের বাকি শরিক দলগুলির সঙ্গে একবার আলোচনা পর্যন্ত করেননি শিবসেনা প্রধান। থোরাট লিখেছেন, ‘শিবসেনা একটি ভিন্ন রাজনৈতিক দল। তাই তারা স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিতেই পারে। তবে, অগণতান্ত্রিক পথ অবলম্বন করে যেভাবে রাজ্য সরকারকে উৎখাত করা হয়েছে এবং শিবসেনার অস্তিত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে, তাতে এই আদর্শগত লড়াইয়ে শিবসেনার ভূমিকা বোধগম্য নয়। শিবসেনা মহা বিকাশ আগাড়ি (এমভিএ) জোটের একটি অংশ। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় তারা আমাদের সঙ্গে কিছুই আলোচনা করেনি।
শিবসেনা তাদের সঙ্গেও কিছু আলোচনা করেনি বলেই অনুযোগ করেছে মহা বিকাশ আগাড়ি জোটের অপর শরিক এনসিপি। তবে, এই বিষয়ে তাদের সুর একেবারেই নরম। শিবসেনা এনডিএ প্রার্থীকে সমর্থন করার সিদ্ধান্ত নিলেও, রাজ্যে জোট অটুট রাখাটাই তাদের অগ্রাধিকার, স্পষ্ট করে দিয়েছে এনসিপি। দলের রাজ্য সভাপতি জয়ন্ত পাতিল বলেছেন, ‘প্রতিটি রাষ্ট্রপতি নির্বাচনে শিবসেনা তাদের নিজস্ব পছন্দের প্রার্থীকে ভোট দেয়। এটা এনডিএ-কে সমর্থন নয়। দ্রৌপদী মুর্মু আদিবাসী সম্প্রদায়ের। তাই, সেনা তাঁকে সমর্থন করছে। এই বিষয়ে আমরা বাধা দিতে পারি না। দলীয় পর্যায়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে জোটের শরিকদের হস্তক্ষেপ করা উচিত নয়। তবে, দ্রৌপদী মুর্মুর প্রতি তাদের সমর্থন ঘোষণা করার আগে সেনা কোনও আলোচনা করেনি।’
মজার বিষয়, বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা যেদিন মনোনয়নপত্র পেশ করতে যাওয়ার সময়, তাঁর সঙ্গে ছিলেন এনসিপি প্রধান শরদ পওয়ার এবং কংগ্রেসের রাহুল গান্ধী। শিব সেনাও প্রথমে মহা বিকাশ আগাড়ি জোটের দুই শরিক দলের পছন্দের প্রার্থীকেই ভোট দেওয়ার কথা জানিয়েছিল। তবে, গত রবিবার ১৬ জন শিবসেনা সাংসদ উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকে দ্রৌপদীকে সমর্থনের সুপারিশ করেন। এরপরই সোমবার বিকালে এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিলেন শিবসেনা প্রধান।