TV9 Festival of India: টিভি৯-এর ফেস্টিভ্যালে রাজনাথ, গৌতম গম্ভীরের সঙ্গে একমঞ্চে আপ ও কংগ্রেস নেতা
TV9 Festival of India: দুর্গোৎসব হল মিলনের উৎসব, দুর্গাপুজো কেবল বাংলার নয়, দুর্গাপুজো সর্বজনীন- এটাই তুলে ধরা হয়েছে টিভি৯ নেটওয়ার্কের দুর্গাপুজোয়। তাই ষষ্ঠীতে দেবীর বোধন দিয়ে যেমন দুর্গাপুজো শুরু হয়, তেমনই গুজরাটের ঐতিহ্যবাহী নাচ ডান্ডিয়া নৃত্য অনুষ্ঠিত হয়েছে সপ্তমীর সন্ধ্যায়।
নয়া দিল্লি: রাজনীতির ময়দানে তীব্র মতভেদ, সংঘাত রয়েছে। কিন্তু, উৎসবে যেন সকলেই একাত্মা। দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে আয়োজিত টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার মঞ্চে একসঙ্গে দেখা দেল কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) থেকে আপ নেতা তথা দিল্লির মন্ত্রী গোপাল রাই (Gopal Rai), কংগ্রেস নেতা পবন খেরা (Pawan Khera) থেকে বিজেপি সাংসদ তথা ক্রিকেটার গৌতম গম্ভীরকে (Goutam Gambhir)। শুধু একমঞ্চে উপস্থিত হওয়া নয়, একসঙ্গে বসে বেশ খোশ মেজাজে কথা বলতেও দেখা গেল রাজনাথ সিং, গোপাল রাই এবং পবন খেরাকে। প্রত্যেকদিন একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক বিষোদ্গার করলেও, পরস্পরের মধ্যে তীব্র রাজনৈতিক সংঘাত থাকলেও টিভি৯ নেটওয়ার্কের দুর্গা প্রতিমার মণ্ডপ যেন যাবতীয় সংঘাতকে পিছনে ফেলে সকলকে একাত্মতায় ভরিয়ে দিয়েছে।
মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে আয়োজিত টিভি৯ নেটওয়ার্কের ফেস্টিভ্যালে কেবল দুর্গাপুজো নয়, আন্তর্জাতিক লাইফস্টাইল এক্সপোও শুরু হয়েছে। সবমিলিয়ে, দেশের সবচেয়ে বড় দুর্গোৎসব হয়ে উঠেছে টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। ফেস্টিভ্যালের প্রথম দিন অর্থাৎ ষষ্ঠীতেই যেমন কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্রনাথ পাণ্ডে, বিজেপি সাংসদ ও ভোজপুরী শিল্পী মনোজ তিওয়াড়ির সঙ্গে হাজির হয়েছিলেন দিল্লির মন্ত্রী আতিসী। তেমনই সপ্তমীর রাতেও ভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিত্বদের একমঞ্চে একসঙ্গে আড্ডা দিতে দেখা গেল। আবার টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও-র উপস্থিতিতে দুর্গাপ্রতিমাকে আরতি করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
দুর্গোৎসব হল মিলনের উৎসব, দুর্গাপুজো কেবল বাংলার নয়, দুর্গাপুজো সর্বজনীন- এটাই তুলে ধরা হয়েছে টিভি৯ নেটওয়ার্কের দুর্গাপুজোয়। তাই ষষ্ঠীতে দেবীর বোধন দিয়ে যেমন দুর্গাপুজো শুরু হয়, তেমনই গুজরাটের ঐতিহ্যবাহী নাচ ডান্ডিয়া নৃত্য অনুষ্ঠিত হয়েছে সপ্তমীর সন্ধ্যায়। বলা যায়, সপ্তমীর সন্ধ্যায় সবথেকে বড় আকর্ষণ ছিল ডান্ডিয়া নৃত্য। মণ্ডপে কর্তৃপক্ষের তরফেই ডান্ডিয়ার লাঠি বিতরণ করা হয়। পুজো দেখতে আসা শয়ে-শয়ে মানুষ গানের তালে তালে ডান্ডিয়া নাচে অংশগ্রহণ করেন। এরপর নির্দিষ্ট রীতি মেনে অষ্টমীর অঞ্জলী, সন্ধিপুজো থেকে দশমীতে সিঁদুরখেলারও আয়োজন করা হয়েছে।