RathYatra Special Train: জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়ুন রথযাত্রায়, রেল দিচ্ছে বড় সুযোগ
Puri RathYatra: আগামী ৭ জুলাই রথযাত্রা। ১৬ জুলাই উল্টোরথ। রথযাত্রা উৎসবের আবহে ৩১৫টি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। দ্য ইস্ট কোস্ট রেলওয়ে (ECoR) ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন চালাবে ওড়িশা, প্রতিবেশি রাজ্য পশ্চিমবঙ্গ, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও বিহারের বিভিন্ন জায়গা থেকে।
ভুবনেশ্বর: রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম। মাঝে আর একটা সপ্তাহ। রথযাত্রা উপলক্ষে পুরীতে হতে চলেছে লক্ষ লক্ষ ভক্ত সমাগম। বিভিন্ন রাজ্য থেকে মানুষ জগন্নাথের রথযাত্রা দেখতে যান পুরীতে। সেইসব মানুষের কথা মাথায় রেখেই ৩০০টির বেশি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
আগামী ৭ জুলাই রথযাত্রা। ১৬ জুলাই উল্টোরথ। রথযাত্রা উৎসবের আবহে ৩১৫টি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। দ্য ইস্ট কোস্ট রেলওয়ে (ECoR) ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন চালাবে ওড়িশা, প্রতিবেশি রাজ্য পশ্চিমবঙ্গ, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও বিহারের বিভিন্ন জায়গা থেকে।
জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার গুন্ডিচা যাত্রা উপলক্ষে বিশেষ ট্রেন ছাড়া হবে বাদামপাহাড়, রৌরকেল্লা, বালাসোর, সোনপুর, দশপল্লা থেকেও। তালিকায় জুনাগড় রোড, সম্বলপুর, কেওনঝড়, পারাদ্বীপ, ভদ্রক, বাংড়িপসি স্টেশনও আছে।
রেলের তরফে জানানো হয়েছে, এই রথযাত্রা উপলক্ষে প্রচুর মানুষ পুরীতে যান। তাঁদের কথা মাথায় রেখেই এই বিশেষ পরিষেবা দেওয়া হবে। থাকবে লং ডিসট্যান্স স্পেশাল ট্রেনও। শুধু ট্রেন বাড়ানোই নয়, টিকিট কাউন্টার থেকে ট্রেন ইনফরমেশন সিস্টেম-সহ সমস্ত বিষয়েই থাকছে বিশেষ নজর।
সূত্রের খবর, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ নিয়ে বৈঠকও করেছেন। যাত্রী স্বচ্ছন্দ্যর দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। অন্যদিকে এবার ওড়িশায় প্রথমবার বিজেপি সরকার। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মোহনচরণ মাজি ও তাঁর দুই ডেপুটি বিজেপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে দেখা করে পুরীর রথযাত্রা দেখতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।