JEE Main 2021: ফের জেইই মেইনের সূচিতে বদল, কবে কবে পরীক্ষা জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

JEE Main 2021: ২০ জুলাই থেকে শুরু হচ্ছে তৃতীয় দফার পরীক্ষা। ৩৩৪টি শহরে অনলাইন মোডে এই পরীক্ষা নেওয়া হবে।

JEE Main 2021: ফের জেইই মেইনের সূচিতে বদল, কবে কবে পরীক্ষা জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2021 | 12:10 AM

নয়া দিল্লি: ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা জেইই মেইন ২০২১ (JEE Main 2021 Exam)-এর সূচিতে আবারও বদল আনল কেন্দ্র। জেইই-এর চতুর্থ দফার পরীক্ষা ২৬ অগস্ট, ২৭ অগস্ট ও ৩১ অগস্ট এবং ১ সেপ্টেম্বর ও ২ সেপ্টেম্বর নেওয়া হবে। বৃহস্পতিবার টুইটারে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পরীক্ষার্থীদের সুবিধার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)কে তৃতীয় ও চতুর্থ দফার মধ্যে চার সপ্তাহের ব্যবধান রাখার কথা বলা হয়েছে।

ইতিমধ্যেই ৭.৩২ লক্ষ পরীক্ষার্থী জেইই মেইনের চতুর্থ দফায় পরীক্ষার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছে। এই দফায় নাম রেজিস্ট্রেশনের সময়সীমাও বাড়ানো হয়েছে। নাম নথিভুক্ত প্রক্রিয়া চলছে। ২০ জুলাই পর্যন্ত তা চলবে।

এর আগে চতুর্থ দফার জন্য নির্ঘণ্ট ছিল ২৭ জুলাই থেকে ২ অগস্ট। এবার তা বদলানো হল। ২০ জুলাই থেকে শুরু হচ্ছে তৃতীয় দফার পরীক্ষা। ৩৩৪টি শহরে অনলাইন মোডে এই পরীক্ষা নেওয়া হবে। অ্যাডমিট কার্ড নিয়ে কারও কোনও সমস্যা হলে ০১১৪০৭৫৯০০০ (01140759000) নম্বরে যোগাযোগ করতে পারবেন।