ভুয়ো টিআরপি রেটিং কেসে গ্রেফতার রিপাবলিক টিভির ডিস্ট্রিবিউশন হেড
এই অভিযোগ অস্বীকার করা হয় রিপাবলিক টিভির তরফ থেকে এবং মুম্বই পুলিসের দিকেই আঙ্গুল তোলা হয়। চ্যানেলের তরফ থেকে বলা হয়, সুশান্ত সিং রাজপুত মামলায় মুম্বই পুলিসের তদন্তে গাফিলতির বিষয়টি তুলে ধরায় তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার উদ্দেশেই মুম্বই পুলিস ভুয়ো অভিযোগ আনছে।
TV9 বাংলা ডিজিটাল: অর্ণব গোস্বামী (Arnab Goshwami)-র পর এবার গ্রেফতার রিপাবলিক টিভি (Republic TV)-র ডিস্ট্রিবিউশন হেড (distribution head) ঘনশ্যাম সিং (Ghayshyam Singh)। চ্যানেলের রেটিংয়ে কারচুপির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। আজই তাঁকে আদালতে পেশ করা হবে।
আজ ঘনশ্যাম সিংয়ের গ্রেফতারি নিয়ে মোট ১২জনকে চ্যানেলের টিআরপিতে কারসাজি (Manupulation in TRP)-র অভিযোগে গ্রেফতার করল মুম্বই পুলিস (Mumbai Police)।
সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)-র মৃত্যু ও তার পরবর্তী সময়ে রিপাবলিক টিভির জয়প্রিয়তা ও দর্শকসংখ্যা সর্বোচ্চ ছিল বলে দাবি করা হয় চ্যানেলের তরফে। এরপরই টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপি-যার মাধ্যমে কোনও নির্দিষ্ট সময়ে কোনো চ্যানেলের দর্শকসংখ্যা কত, তার উপর নির্ভর করে চ্যানেলগুলির জনপ্রিয়তা বিচার করা হয়, সেখানে কারচুপির অভিযোগ ওঠে।
মুম্বই পুলিসের তদন্তে জানা গিয়েছে, খবরের ট্রেন্ডকে প্রভাবিত করা ও কীভাবে ভুয়ো তথ্য ছড়িয়ে দেওয়া হয়, তা বিশদে বিশ্লেষণ করতে গিয়ে বেশকিছু তথ্য সামনে আসে। বিশেষত সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার মামলায় কীভাবে দর্শকদ্ের প্রভাবিত করা হয়েছিল, তাও লক্ষ্য করা হয়।
ভুয়ো টিআরপি তদন্তে প্রথমেই ফাক্ত মারাঠি (Fakt Marathi) ও বক্স সিনেমা (Box Cinema)-র নাম উঠে আসে। আরও গভীরে তদন্ত শুরু করলে জানা যায়, টাকার বিনিময়ে টিভিতে রিপাবলিক টিভি চ্যানেলটি চালিয়ে রাখতে বলা হয়েছিল। বেশ কিছু দর্শক স্বীকারও করে নেন বিষয়টি। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয় রিপাবলিক টিভির তরফ থেকে এবং মুম্বই পুলিসের দিকেই আঙ্গুল তোলা হয়। চ্যানেলের তরফ থেকে বলা হয়, সুশান্ত সিং রাজপুত মামলায় মুম্বই পুলিসের তদন্তে গাফিলতির বিষয়টি তুলে ধরায় তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার উদ্দেশেই মুম্বই পুলিস ভুয়ো অভিযোগ আনছে।
মুম্বই পুলিসের তরফ থেকে জানানো হয়, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (Broadcast Audience Research Council) বা সংক্ষেপে বার্ক (BARC) হংস রিসার্চ (Hansh Research) কম্পানিকে চ্যানেলের ভিউয়ারশিপ বা দর্শকসংখ্যার পরিসংখ্যানের জন্য পিপলস মিটার লাগানোর বরাত দেয়। সেই হংস রিসার্চই অক্টোবরের শুরুতে অভিযোগ আনে কিছু প্রাক্তন কর্মচারী কোন বাড়িগুলি ট্রাক করা হচ্ছে, তার তথ্য ফাঁস করে দিয়ে রেটিং প্রভাবিত করতে সাহায্য করেছে।