Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maharashtra Waterfall: পৃথিবীতে নেমে এল স্বর্গ, নিচে পড়ার বদলে উপরে উঠে যাচ্ছে জলপ্রপাতের জল! ভাইরাল ভিডিয়ো

Naneghat Waterfall: মহারাষ্ট্রের নানেঘাটে দেখা গেল এক বিরল দৃশ্য। এক জলপ্রপাতের জল উপর থেকে নিচে নামার বদলে দেখা গেল উপরে উঠে যেতে। কীভাবে ঘটল এই ঘটনা?

Maharashtra Waterfall: পৃথিবীতে নেমে এল স্বর্গ, নিচে পড়ার বদলে উপরে উঠে যাচ্ছে জলপ্রপাতের জল! ভাইরাল ভিডিয়ো
নিচে পড়ার বদলে জল উপরে উঠে যাচ্ছে
Follow Us:
| Edited By: | Updated on: Jul 12, 2022 | 5:39 PM

মুম্বই: গোটা দেশ জুড়ে নেমেছে বর্ষা। বৃষ্টির জলে প্রাণের ছোঁয়া লেগেছে প্রকৃতিতে। এই সময় দেশ জুড়ে বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে কিছু অনির্বচনীয় দৃশ্যও। এমনই এক অতি অদ্ভুত দৃশ্য ধরা পড়ল মহারাষ্ট্রের নানেঘাটে। মাধ্যাকর্ষণ শক্তির টানে অন্যান্য সকল বস্তুর মতো, জলপ্রপাতের জলও সব সময় উপর থেকে নিচেই নেমে আসে। কিন্তু, নানেঘাটে দেখা গেল এর ব্যতিক্রম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা গেল, নানেঘাটের এক জলপ্রপাতের জল নিচে নামার বদলে উপরের দিকে উঠে যাচ্ছে।

নানেঘাট পাহাড় হল, পশ্চিমঘাট পর্বতমালার কোঙ্কন উপকূল এবং দাক্ষিণাত্য মালভূমির জুন্নার শহরের মধ্যে অবস্থিত এক পার্বত্য গিরিপথ। এই গিরিপথেই, দুই পাহাড়ের মধ্যে এক জলপ্রপাতে এই দৃশ্য দেখা গিয়েছে। ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, জলপ্রপাতটির জল নিচে না পড়ে উপরের দিকে উঠে যাচ্ছে। গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রের অন্যান্য সকল স্থানের মতোই নানেঘাট এলাকাতেও প্রবল বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের সঙ্গে ছিল ঝোড়ো হাওয়াও। সেই ঝোড়ো হাওয়াতেই জলপ্রপাতটির জলের ধারাকে প্রায় উড়ে যেতে দেখা যাচ্ছে। ভিডিয়োতে আরও দেখা যাচ্ছে বর্ষায় পাহাড়টি একেবারে সবুজে সবুজে ঢেকে গিয়েছে। আর সেই সবুজের প্রেক্ষাপটে ভেসে বেড়াচ্ছে মেঘ।

রবিবার (১১ জুলাই), ভারতীয় বন পরিষেবা বিভাগের কর্তা সুশান্ত নন্দা টুইটারে ভিডিয়োটি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যখন বাতাসের গতি এবং মাধ্যাকর্ষণ শক্তির মাত্রা সমান এবং বিপরীতমুখী হয়। সেই পর্যায়ে পশ্চিম ঘাট পর্বতমালর নানেঘাটে জলপ্রপাতটি দেখতে সবথেকে সুন্দর লাগে। এটাই বর্ষার সৌন্দর্য।’ বহু মানুষ ভিডিয়োটি লাইক করেছেন, শেয়ার করেছেন। বহু মানুষ এই মনোরম দৃশ্য দেখে তাঁদের মুগ্ধতা ব্যক্ত করেছেন। একজন তো বলেছেন, ‘পৃথিবীতে স্বর্গ নেমে এসেছে।’

মাধ্যাকর্ষণকে এড়িয়ে জলপ্রপাতের জল, নিচে না নেমে উপরে উঠে যাচ্ছে কী করে? অনেকেই এই বিরল ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন। একজন বলেছেন, ‘নিউটনের গতির প্রথম সূত্র অনুযায়ী, বাইরে থেকে কোনও বল প্রয়োগ না করা হলে, যে কোনও বস্তুর গতি একই অবস্থায় থাকে। জলের মাধ্যাকর্ষণকে অনুসরণ করার স্বাভাবিক প্রবণতার বিরুদ্ধে কাজ করছে প্রচণ্ড গতির বাতাস। দুটি শক্তির মাত্রা সমান এবং তাদের দিক বিপরীত।’ আরেকজন দাবি করেছেন, “বাতাসের গতি এবং মাধ্যাকর্ষণ শক্তি ভিন্নমাত্রিক, তাই তাদের তুলনা করা যায় না। এই ঘটনা ঘটেছে, বাতাসের গতিশক্তির কারণে। গতিশক্তিই ওই জলস্তম্ভকে ওজন শূন্য করে দিয়েছে।

বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'