AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জল্পনায় ইতি! কত দামে মিলবে ৯১ শতাংশ কার্যকরী রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক-ভি?

কেবল কার্যকারিতাই নয়, দুই ডোজ়ের এই ভ্যাকসিন বিশ্বে সর্বাধিক অনুমোদন প্রাপ্ত করোনা ভ্যাকসিন। বিশ্ব বাজারে ১০ ডলারেরও কম দামে বিক্রি হওয়া এই ভ্যাকসিন ইতিমধ্যেই ২০ লাখেরও বেশি মানুষ নিয়েছেন।

জল্পনায় ইতি! কত দামে মিলবে ৯১ শতাংশ কার্যকরী রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক-ভি?
ফাইল ছবি
| Edited By: | Updated on: May 14, 2021 | 6:28 PM
Share

নয়া দিল্লি: দু’সপ্তাহ আগেই ভারতে এসে পৌঁছেছিল রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক-ভি। আজ দ্বিতীয় ব্যাচও আসার কথা। কিন্তু কত দাম হতে পারে এই ভ্যাকসিনের, তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। এ দিন ডা. রেড্ডিস ল্যাবরেটরি, যা ভারতে স্পুটনিক-ভি তৈরি করছে,তাদের তরফে জানানো হয়, ভারতের তৃতীয় অনুমোদন প্রাপ্ত ভ্যাকসিন স্পুটনিক-ভি-র দাম ৯৯৫.৪০ টাকা হবে। তবে এটি বিদেশ থেকে আমদানি করা ভ্যাকসিনের দাম, এরমধ্যে জিএসটি-ও অন্তর্ভুক্ত। ভারতে ডঃ রেড্ডিস ল্যাবে যে ভ্যাকসিন তৈরি হচ্ছে, তার দাম তুলনামূলকভাবে কম হবে।

৯১.৬ শতাংশ কার্যকরী এই ভ্যাকসিনই ভারতে তৃতীয় অনুমোদন প্রাপ্ত ভ্যাকসিন। এর আগে কেবল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার কোভিশিল্ড অনুমোদন পেয়েছে। তবে এই দুই ভ্যাকসিনের তুলনায় অনেক বেশি কার্যকরী রাশিয়ার স্পুটনিক-ভি।

ফাইজ়ার ও মর্ডানার ভ্যাকসিনের পরে একমাত্র স্পুটনিক-ভি-র কার্যকারিতা ৯০ শতাংশের বেশি। অন্যদিকে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের কার্যকারিতা ৭৫ শতাংশের আশেপাশে।

কেবল কার্যকারিতাই নয়, দুই ডোজ়ের এই ভ্যাকসিন বিশ্বে সর্বাধিক অনুমোদন প্রাপ্ত করোনা ভ্যাকসিন। বিশ্ব বাজারে ১০ ডলারেরও কম দামে বিক্রি হওয়া এই ভ্যাকসিন ইতিমধ্যেই ২০ লাখেরও বেশি মানুষ নিয়েছেন।

১ মে ভারতের হায়দরাবাদে প্রথম এই ভ্যাকসিনের ১ লক্ষ ৫০ হাজার ডোজ় এসে পৌছয়। ডঃ রেড্ডিস ল্যাবরেটরির তরফে জানানো হয়েছে,  ভারতে এই ভ্যাকসিনের প্রস্তুতি শুরু হয়ে গেলে আমদানি খরচ কমবে, ফলে স্বাভাবিকভাবেই বিক্রয় মূল্যও তুলনামূলকভাবে কম হবে।