S. Jaishankar: নিরাপত্তা বাড়ল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের

Security: এতদিন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর 'ওয়াই' ক্যাটেগরি নিরাপত্তা পেতেন। এই ক্যাটেগরির মধ্যে ১ বা ২ কম্যান্ডো ও পুলিশকর্মী-সহ ৮ নিরাপত্তারক্ষী থাকে। ওয়াই ক্যাটেগরির পরের ধাপটি হল, ওয়াই প্লাস (Y+) ক্যাটেগরি। আর 'জেড' (Z) ক্যাটেগরির মধ্যে ৪-৬ এনএসজি কম্যান্ডো ও পুলিশকর্মী-সহ ২২ জন নিরাপত্তারক্ষী থাকেন। এর উপরে 'জেড প্লাস' (Z+) ও এসপিজি (SPG) ক্যাটেগরি নিরাপত্তা রয়েছে।

S. Jaishankar: নিরাপত্তা বাড়ল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের
বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের নিরাপত্তা বাড়ানো হল।Image Credit source: AP
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 6:40 PM

নয়া দিল্লি: নিরাপত্তা বাড়ল বিদেশমন্ত্রীর। এবার ‘জেড’ (Z) ক্যাটেগরির নিরাপত্তা পাবেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এমনটাই জানা যাচ্ছে। বিদেশমন্ত্রীর (S. Jaishankar) নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দার রিপোর্টের পরিপ্রেক্ষিতেই তাঁর নিরাপত্তা বাড়ানো হল বলে জানা গিয়েছে।

এতদিন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের ‘ওয়াই’ (Y) ক্যাটেগরির নিরাপত্তা ছিল। তাঁর উপর হুমকি রয়েছে বলে সম্প্রতি রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ফলে কোনও ঝুঁকি নিতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় গোয়েন্দার তরফে দেওয়া রিপোর্টের প্রেক্ষিতেই বিদেশমন্ত্রী জয়শঙ্করের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রক।

এদিন ছত্তীসগঢ়ের প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগী তথা প্রাক্তন বিধায়ক অমিত যোগীরও প্রাণনাশের হুমকি রয়েছে বলে সূত্রের খবর। বর্তমানে জনতা কংগ্রেস ছত্তীসগঢ়-যোগী (JCC-J) দলের সভাপতি অমিক যোগী। তাঁকেও বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর।

প্রসঙ্গত, এতদিন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর ‘ওয়াই’ ক্যাটেগরি নিরাপত্তা পেতেন। এই ক্যাটেগরির মধ্যে ১ বা ২ কম্যান্ডো ও পুলিশকর্মী-সহ ৮ নিরাপত্তারক্ষী থাকে। ওয়াই ক্যাটেগরির পরের ধাপটি হল, ওয়াই প্লাস (Y+) ক্যাটেগরি। এর মধ্যে ২-৪ কম্যান্ডো ও পুলিশকর্মী-সহ মোট ১১ জন নিরাপত্তারক্ষী থাকেন। আর ‘জেড’ (Z) ক্যাটেগরির মধ্যে ৪-৬ এনএসজি কম্যান্ডো ও পুলিশকর্মী-সহ ২২ জন নিরাপত্তারক্ষী থাকেন। এর উপরে ‘জেড প্লাস’ (Z+) ও এসপিজি (SPG) ক্যাটেগরি নিরাপত্তা রয়েছে। জেড প্লাস ক্যাটেগরিতে ১০ জনের বেশি কম্যান্ডো ও পুলিশকর্মী-সহ মোট ৫৫ জন নিরাপত্তাররক্ষী থাকে। আর এসপিজি হল এলিট বাহিনী। এই ক্যাটেগরির নিরাপত্তা কেবল প্রধানমন্ত্রী পান।