Operation Vijay: অপারেশন বিজয়: রাত ৯টায় ইজরায়েল থেকে ছাড়বে বিমান, ফিরছেন ২৩০ ভারতীয়
Operation Vijay: বৃহস্পতিবার বিকেলেই ভারতীয় নাগরিকদের প্রথম দলটি নিয়ে একটি চার্টার্ড বিমান রওনা দেবে ভারতের উদ্দেশ্যে।
তেল আবিব ও নয়া দিল্লি: ইসরায়েল-হামাস যুদ্ধের তীব্রতা বাড়তেই, একের পর এক দেশ ইজরায়েল থেকে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে ঝাঁপিয়ে পড়েছে। বুধবার রাতে ভারতও ‘অপারেশন অজয়’ শুরু করেছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছএন, যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে দেশে ফিরতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের সুবিধার্থে এই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিদেশ মন্ত্রকের মতে, বর্তমানে প্রায় ১৮,০০০ ভারতীয় নাগরিক ইজরায়েলে আছেন। তাঁদের অধিকাংশই সেখানে বয়স্কদের দেখাশোনার কাজ করেন। এছাড়া প্রায় হাজার খানেক শিক্ষার্থী, তথ্য প্রযুক্তি কর্মী এবং হিরা ব্যবসায়ী থাকেন সেখানে। যুদ্ধ শুরুর পর থেকে তাঁদের অনেকেই সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যমে দেশে ফেরার জন্য আবেদন করেছিলেন। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলেই ভারতীয় নাগরিকদের প্রথম দলটি নিয়ে একটি চার্টার্ড বিমান রওনা দেবে ভারতের উদ্দেশ্যে। কিন্তু, যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে কীভাবে নিরাপদে নাগরিকদের ফিরিয়ে আনছে ভারত? আসুন দেখে নেওয়া যাক সরকারের পরিকল্পনা –
সরকারি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রথম দফায় ইজরায়েল থেকে ২৩০ জন ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হবে। বৃহস্পতিবার রাত ৯টার সময় তেল আবিব বিমান বন্দর থেকে চার্টার্ড উড়ানটি ভারতের উদ্দেশ্যে রওনা দেবে। তবে, চার্টার্ড বিমানটি তেল আবিবে কখন নামার অনুমতি পাবে, তার উপর দেশের উদ্দেশে রওনা দেওয়ার সময় নির্ভর করবে। গত শনিবার ইজরায়েল থেকে ভারতমুখী এয়ার ইন্ডিয়া একটি উড়ান বাতিল হয়েছিল। যার ফলে, এই ২৩০ জন সেই দেশে আটকে পড়েছিলেন। প্রথমে তাঁদেরই ফিরিয়ে আনা হবে। তারপর, আগে যারা আগে নাম নিবন্ধন করবেন, তারাই আগে দেশে ফেরার সুযোগ পাবেন। ইজরায়েলে এয়ার ইন্ডিয়ার পরিষেবা আপাতত স্থগিত রয়েছে। ইজরায়েল থেকে যারা দেশে ফিরবেন, তাঁদের ভাড়া বাবদ কোনও অর্থ দিতে হবে না। সরকারই তাদের ফেরার খরচ বহন করবে।
অপারেশন অজয়ের আওতায় ভারত বেশ কয়েকটি বাণিজ্যিক চার্টার্ড উড়ান পরিচালনা করবে। আপাতত, স্ট্যান্ড বাই অবস্থায় রাখা হচ্ছে ভারতীয় সেনার কয়েকটি সামরিক বিমান। পরে দরকার পড়লে সেগুলিকেও কাজে লাগানো হবে। প্রয়োজন পড়লে ভারতীয় নৌসেনার রণতরীও পাঠানো হবে ইজরায়েলে। ইজরায়েল থেকে কিছু নাগরিককে প্রাথমিকভাবে সংযুক্ত আরব আমিরশাহিতেও নিয়ে যাওয়া হতে পারে। বুধবার আরব আমিরশাহির বিদেশমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদের সঙ্গে কথা বলেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। হামাস-ইজরায়েল যুদ্ধের বিষয়ে কথা হয় দুই পক্ষের। প্রসঙ্গত, হামাস ইজরায়েলে হামলার করার পর থেকে এই প্রথম কোনও আরব দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বললেন জয়শঙ্কর। হামাসের হামলাকে সন্ত্রাসবাদী হামলা বলেই দেখছে ভারত সরকার। সংযুক্ত আরব আমিরশাহিও এই হামলার জন্য হামাসের সমালোচনা করেছে। এছাড়া মধ্য প্রাচ্যের দেশগুলির মধ্যে বাহরাইনও এই হামলার নিন্দা করেছে।
শেখ আবদুল্লা বিন জায়েদের সঙ্গে কথা বলার পাশাপাশি, এই সঙ্কট নিয়ে দিল্লিতে একটি কন্ট্রোলরুম খুলেছেন বিদেশমন্ত্রী। তেল আবিব এবং রামাল্লার ভারতীয় দুতাবাসগুলিতেও কন্ট্রোলরুম খোলা হয়েছে। এদিকে, বেথলেহেমে তীর্থ করতে গিয়ে আটকে পড়েছিলেন রাজ্যসভার সাংসদ ওয়ানওয়েইরয় খারলুখি-সহ মেঘালয়ের ২৭ জন বাসিন্দা। বিদেশ মন্ত্রক জানিয়েছে, তাঁদের নিরাপদে মিশরে সরিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। সেখান থেকে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। মুম্বইয়ে নিযুক্ত ইজরায়েলের কনসাল জেনারেল কব্বি শোশানি জানিয়েছেন, ইজরায়েলে কোনও ভারতীয়র মৃত্যু হয়েছে বা কোনও ভারতীয় আহত হয়েছেন বলে খবর নেই।