Sanjay Raut Receives Death Threats: ‘একে-৪৭ দিয়ে উড়িয়ে দেব…’, লরেন্স বিষ্ণোই গ্য়াংয়ের থেকে হুমকি মেসেজ সঞ্জয় রাউতের ফোনে

Sanjay Raut Receives Death Threats: শুক্রবার হুমকি মেসেজ পেলেন সঞ্জয় রাউত। লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের থেকে এই মেসেজ পেয়েছেন তিনি।

Sanjay Raut Receives Death Threats: 'একে-৪৭ দিয়ে উড়িয়ে দেব...', লরেন্স বিষ্ণোই গ্য়াংয়ের থেকে হুমকি মেসেজ সঞ্জয় রাউতের ফোনে
ছবি সৌজন্যে: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Apr 01, 2023 | 12:25 PM

মুম্বই: শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরের (শিবসেনার উদ্ধব শিবির) সাংসদ সঞ্জয় রাউতকে প্রাণনাশের হুমকি। শুক্রবার রাতেই মেসেজ করে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে জানালেন খোদ সাংসদই। তিনি ইতিমধ্যেই মুম্বই পুলিশকে এই বিষয়টি জানিয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে রাউত জানিয়েছেন, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম করে শুক্রবার রাতেই তাঁর মোবাইল ফোনে একটি মেসেজ আসে। ইতিমধ্যেই পুলিশ এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এবং অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে এই আবহে বিরোধী দলের নিরাপত্তা নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন সঞ্জয় রাউত। তিনি বলেছেন, বিরোধী দলের নিরাপত্তা নিয়ে রাজ্য প্রশাসন চিন্তিত নয়। তিনি বলেন, “আমি ফোনে হুমকি পেয়েছি। আমি এই বিষয়ে পুলিশকে জানিয়েছি। কিন্তু এই সরকার এই বিষয়ে চিন্তিত নয়। আমাকে এরকম আগেও হুমকি দেওয়া হয়েছে। তবে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী একে স্টান্ট বলে তাচ্ছিল্য করেছেন।” এদিকে জানা গিয়েছে, মেসেজে উল্লেখ করা হয়েছে, পঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালার মতো করে খুন করা হবে সঞ্জয় রাউতকে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সেই মেসেজে ছিল, “দিল্লিতে দেখা কর। তোকে একে-৪৭ দিয়ে উড়িয়ে দেব। তোরও মুসওয়ালার মতো অবস্থা করব।” শুধু তাই নয়, সেই মেসেজে বলিউডের ভাইজান সলমন খানের মৃত্যুরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মেসেজে উল্লেখ করা হয়েছে, “সলমন আর তোকে ঠিক করে রাখা হয়েছে।”

তবে এইসব বিষয়ে সঞ্জয় রাউত চিন্তিত নয় বলেও তিনি স্পষ্ট করেছেন। এর আগে তাঁর যখন নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, তখনও তিনি কোনও চিঠি লেখেননি বলে জানিয়েছেন। প্রসঙ্গত, যে লরেন্স বিষ্ণোইয়ের নামে প্রাণনাশের হুমকি পেয়েছেন বর্ষীয়ান শিবসেনা নেতা, সে এখন পঞ্জাব জেলে বন্দি। পঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালার হত্যার পিছনে অন্যতম মূলচক্রী এই লরেন্স বিষ্ণোই। গত বছর মে মাসে মুসওয়ালা খুন হন। এই হত্যার দায় স্বীকার করে গ্য়াংস্টার লরেন্স বিষ্ণেই ও গোল্ডি ব্রার। এই লরেন্সের বিরুদ্ধে মুসওয়ালার বাবা বালকৌর ও অভিনেতা সলমন খানকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।