ONGC Contributing in PM CARES Fund: পিএম কেয়ার্স ফান্ডে ১০০ কোটি টাকা অনুদান ONGC-র

ONGC Contributing in PM Cares' Fund: ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। পিএম কেয়ার্স ফান্ডে ১০০ কোটি টাকা অনুদান ONGC-র।

ONGC Contributing in PM CARES Fund: পিএম কেয়ার্স ফান্ডে ১০০ কোটি টাকা অনুদান ONGC-র
ছবি সৌজন্যে: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 01, 2023 | 1:16 PM

নয়া দিল্লি: ফের থাবা বসাচ্ছে করোনা ভাইরাস (Corona Infection)। গত এক সপ্তাহ ধরে ২ হাজারের উপরে করোনা সংক্রমণ। ফের করোনার যাতে বাধ ভাঙা সংক্রমণ দেশজুড়ে ছড়িয়ে না পড়ে তাই জরুরি ভিত্তিতে বৈঠকও করেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই আবহে রাষ্ট্রায়ত্ত তৈল সংস্থা অয়েল অ্য়ান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন (ONGC) শুক্রবার পিএম কেয়ার্স ফান্ডে (PM CARES Fund) ১০০ কোটি টাকার অনুদান দিল। দেশে সম্প্রতি ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই তহবিল তুলে দিল রাষ্ট্রায়ত্ত তৈল সংস্থা।

সংস্থার তরফে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, স্বাস্থ্যক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নে এবং কোভিড-১৯ ও H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রের প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই অর্থ সাহায্য করা হয়েছে। কোভিডের থাবায় ভারতের সংক্রমণ দেখা দেওয়ার পরেই সাধারণ মানুষের সাহায্যার্থে পিএম কেয়ার্স ফান্ড স্থাপন করা হয়। ২০২০ সালের এপ্রিল মাসে তখন ভারতে কোভিডের প্রথম ঢেউ চলছে। সেই সময়ও ONGC এই ফান্ডে ৩০০ কোটি টাকা অনুদান দেয়। সেই বছর ONGC, IOC-র মতো তৈল সংস্থাগুলি ১ হাজার কোটি রও বেশি টাকা পিএম কেয়ার্স ফান্ডে জমা দেয়। কোভিড-১৯ অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে প্রশাসনের হাত আরও শক্ত করতেই এই অর্থ সাহায্য়।

২০২১-২২ বর্ষে ONGC অতিরিক্ত ৭০ কোটি টাকা দান করেছে এই ফান্ডে। কোভিডের দুটি ঢেউয়ে যাতে অয়েল পাবলিক এন্টারপ্রাইজগুলি মেডিক্য়াল সরঞ্জাম কেনা অব্যাহত রাখতে পারেন তাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। কোভিড অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে ONGC-র এই অবদানের প্রশংসা করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও ন্যাচরাল গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি বলেছেন, দেশের শক্তি ক্ষেত্র স্বাস্থ্যক্ষেত্রের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।