Road Safety: এবার সিট বেল্ট না বাঁধলেই আইনি ব্যবস্থা, ১ নভেম্বর থেকে চালক-যাত্রীকে মানতেই হবে এই নির্দেশ

Mumbai: গত মাসেই সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ি ঘোষণা করেন গাড়িতে বসলে সিট বেল্ট ব্যবহার করা অত্যাবশ্যক।

Road Safety: এবার সিট বেল্ট না বাঁধলেই আইনি ব্যবস্থা, ১ নভেম্বর থেকে চালক-যাত্রীকে মানতেই হবে এই নির্দেশ
মুম্বইয়ে সিট বেল্ট অত্যাবশ্যক। প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 15, 2022 | 5:28 PM

মহারাষ্ট্র: গাড়ির সামনের সিটে বসুন কিংবা পিছনের সিটে। চার চাকায় চড়লে এবার সিট বেল্ট বাঁধা অত্যাবশ্যক। জানিয়ে দিল মুম্বই পুলিশ। ১ নভেম্বর থেকে সিট বেল্ট অত্যাবশ্যক জানিয়ে দেওয়া হল। শুক্রবার এ নিয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে মুম্বই পুলিশ। বিজ্ঞপ্তিতে মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, ‘সমস্ত গাড়ির চালক, নিত্যযাত্রী, যিনিই মুম্বই শহরে গাড়িতে চড়বেন তাদের জন্য সিট বেল্ট অত্যাবশ্যক। সকলকেই সিট বেল্ট পরতে হবে। ১ নভেম্বর থেকে এই নির্দেশ বলবৎ হবে।’

যাঁরা এই নিয়ম ভাঙবেন আইন মেনে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থাও নেবে মুম্বই পুলিশ। মোটর ভেহিক্যাল (সংশোধনী) আইন ২০১৯ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে সেই গাড়ির চালক ও যাত্রীদের বিরুদ্ধে। মুম্বই পুলিশ জানিয়ে দিয়েছে, যেসব গাড়িতে সিট বেল্টের যথাযথ ব্যবস্থা নেই ১ নভেম্বরের মধ্যে তাদের তার ব্যবস্থা করে ফেলতে হবে।

প্রসঙ্গত, গত মাসেই সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ি ঘোষণা করেন গাড়িতে বসলে সিট বেল্ট ব্যবহার করা অত্যাবশ্যক। তিনি বলেছিলেন, “এবার থেকে গাড়িতে যাঁরা চড়বেন তাঁদের সিট বেল্ট ব্যবহার করতেই হবে।” মূলত গাড়ি দুর্ঘটনায় টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির (Cyrus Mistry) মৃত্যুর পর নিতিন গডকড়ি এই ঘোষণা করেন। মুম্বই-আমেদাবাদ হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান ও তাঁর বন্ধু জাহাঙ্গির। দুর্ঘটনার সময়ে তাঁরা দু’জনেই বিলাসবহুল গাড়ির পিছনের আসনে বসেছিলেন।

এই ঘটনার পরই বিশেষজ্ঞ ও সমালোচকরা সরব হন, গাড়ি চলাচলের ক্ষেত্রে নিয়মাবলী আরও কঠোর হওয়া দরকার। যানবাহন ও ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের দিকে বিশেষ নজরদারির পাশাপাশি গাড়িতে উঠলেই সিট বেল্টের ব্যবহার সুনিশ্চিত করার বিষয়টিও জানান তাঁরা। মুম্বই অত্যন্ত ব্যস্ত শহর। গাড়ির ভিড় যেমন, তেমনই পথদুর্ঘটনাও ঘটে আকছাড়। এবার বিষয়টি নিয়ে কঠোর হচ্ছে মুম্বই পুলিশ। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে আগামী মাস থেকে চার চাকায় উঠলে সিট বেল্ট ব্যবহার আবশ্যক মুম্বইয়ে।