জুন মাসেই ভারতে কোভোভ্যাক্স! টুইটে আশাবাদী সিরামকর্তা

আজ সংস্থার প্রধান আদার পুনাওয়ালা নিজেই টুইট করে জানান, আগামী জুন মাসের মধ্যেই কোভোভ্যাক্স বাজারে আনার বিষয়ে তিনি আশাবাদী। নতুন একটি করোনা টিকার ক্লিনিকাল ট্রায়ালের জন্য আবেদনও জানানো হয়েছে।

জুন মাসেই ভারতে কোভোভ্যাক্স! টুইটে আশাবাদী সিরামকর্তা
সিরাম কর্তা আদার পুনাওয়ালা। ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jan 30, 2021 | 7:33 PM

নয়া দিল্লি: বছর শেষে উপহার দিয়েছিলেন দেশে তৈরি প্রথম করোনা টিকা, চলতি বছরের জুন মাসের মধ্যে আরেকটি টিকাও বাজারে আনা সম্ভব হবে বলেই আশাবাদী সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া (Serum Institute of India)-র সিইও আদার পুনাওয়ালা (Adar Pooanawala)। শনিবার তিনি জানান, ব্রিটেনে এই ভ্যাকসিনের ট্রায়ালে দেখা গিয়েছে করোনা সংক্রমণ রুখতে ৮৯.৩ শতাংশ কার্যকরী নতুন ভ্যাকসিন কোভোভ্যাক্স (Covovax)।

logo2

সম্প্রতি পুনের সিরাম ইন্সটিটিউটের তরফে জানানো হয়, মার্কিন সংস্থা নোভাভ্যাক্স (Novavax)-র সঙ্গে যৌথ প্রচেষ্টায় তৈরি নতুন একটি করোনা টিকার ক্লিনিকাল ট্রায়ালের জন্য আবেদন জানানো হয়েছে। ব্রিটেনে ইতিমধ্যেই এই ভ্যাকসিনের ট্রায়াল সম্পন্ন হয়েছে এবং তা ৮৯.৩ শতাংশ কার্যকরী বলে জানা গিয়েছে।

আজ সংস্থার প্রধান আদার পুনাওয়ালা নিজেই টুইট করে জানান, আগামী জুন মাসের মধ্যেই কোভোভ্যাক্স বাজারে আনার বিষয়ে তিনি আশাবাদী। তিনি টুইটে লেখেন, “নোভাভ্যাক্সের সহযোগিতায় আমাদের তৈরি আরেকটি করোনা টিকারও দারুণ কার্যকারিতা দেখা গিয়েছে। আমরা ভারতে ট্রায়ালের জন্যও আবেদন জানিয়েছি। আশা করছি জুন মাসের মধ্যেই বাজারে কোভোভ্যাক্স আনা সম্ভব হবে।”

আরও পড়ুন:ইরানিদের জিজ্ঞাসাবাদ স্পেশাল সেলের, রাতেই রাজধানীতে ইজরায়েলের বিশেষ দল

সম্প্রতি বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আরও নতুন ভ্যাকসিনের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “দেশে ইতিমধ্যেই দুটি ভ্যাকসিন ছাড়পত্র পেয়েছে। আগামিদিনে আরও বেশ কয়েকটি ভ্যাকসিন আসতে চলেছে। দ্বিতীয় দফার টিকাকরণের আগেই এই ভ্যাকসিনগুলি প্রস্তুত হয়ে যাবে।” প্রধানমন্ত্রীর সেই স্বপ্নপূরণের দিকেই এগিয়ে চলেছে সিরাম ইন্সটিটিউট।

গত ১৬ জানুয়ারি থেকে দেশে গণটিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রায় ২৫ লক্ষেরও বেশি স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির যোদ্ধারা বিনামূল্যে করোনা টিকা পেয়েছেন। প্রথম দফায় প্রায় তিন কোটি স্বাস্থ্যকর্মীকে টিকাকরণের লক্ষ্য নিয়েই এগোচ্ছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: সুষ্ঠ বাজেট অধিবেশন চালাতে তৎপর সরকার, আলোচনায় বসল বিরোধীদের সঙ্গে