Indian Army: সেনার ট্রাকে রহস্যময় আগুন, দগ্ধে মৃত্যু ৫ জওয়ানের, দেখুন ভিডিয়ো
Poonch Indian Army truck fire: বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে, পুঞ্চ-জম্মু মহাসড়কের উপর আচমকা আগুন ধরে গেল ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাকে। এই ঘটনায় বেশ কয়েকজন জওয়ানের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
শ্রীনগর: এক মর্মান্তিক ঘটনার খবর এল জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টর থেকে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে, পুঞ্চ-জম্মু মহাসড়কের উপর আচমকা আগুন ধরে গেল ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাকে। এই ঘটনায় অন্তত ৫ জন জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা বিভাগের জম্মুর জনসংযোগ আধিকারিক। সেনার সূত্রের দাবি, এই অগ্নিকাণ্ডে অন্তত তিন থেকে চারজন জওয়ান নিহত হয়েছেন। জানা গিয়েছে, বিজি সেক্টরের ভাট্টা ডুরিয়ান বনাঞ্চলের কাছে গাড়িটিতে আগুন লাগে। এর পিছনে কোনও নাশকতার ঘটনা আছে কি না, তা এখনও স্পষ্ট নয়। কীভাবে আগুন লাগল, তা জানতে সেনা কর্তৃপক্ষের তদন্ত শুরু করেছে। পরিস্থিতির মূল্যায়ন করতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
#BreakingNews | Casualties reported as an army vehicle caught fire in the #Poonch area of Jammu & Kashmir pic.twitter.com/DBa8z6QXPw
— Rahul Sisodia (@Sisodia19Rahul) April 20, 2023
দুর্ঘটনাস্থলের একটি ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সেনাবাহিনীর ট্রাকটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পুরো ট্রাকটিই একটি বিশাল আগুনের গোলাতে পরিণত হয়েছে। ঘটনার আরও একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঘটনাস্থলে সেনা আধিকারিক ও কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। সেনার নর্দার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, “দুর্ভাগ্যবশত, সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের জন্য নিযুক্ত রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের পাঁচ কর্মী এই ঘটনায় প্রাণ হারিয়েছেন। অন্য একজন গুরুতর আহত সেনা সদস্যকে অবিলম্বে রাজৌরির সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।”
J-K: पुंछ-जम्मू नेशनल हाइवे पर सेना की गाड़ी में लगी आग, हादसे में 4 जवान शहीद#poonch #JammuKashmir pic.twitter.com/uaA89PyRBf
— Rahul Chauhan (@chauhanrahullll) April 20, 2023
আগুন লাগার কারণ নিয়ে বিভ্রান্তি রয়েছে। আগুন লাগার কারণ হিসেবে গ্রেনেড বিস্ফোরণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আরেকটি কারণ হিসেবে উঠে এসেছে বজ্রপাত। জানা গিয়েছে, ঘটনার সময় ওই এলাকায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। স্থানীয় পুলিশের এক সূত্রকে উদ্ধৃত করে, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে বেশ কয়েকটি গুলির খোল পাওয়া গিয়েছে। কয়েকটি বুলেট ট্রাকটির গায়েও লেগেছে বলে জানিয়েছে ওই সূত্র। কাজেই অতর্কিত জঙ্গি হামলার কারণেও ট্রাকটিতে আগুন ধরে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
গত বছর ডিসেম্বর মাসে, রাজস্থানের উদয়পুর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাকে প্রযুক্তিগত ত্রুটির কারণে আগুন লেগেছিল। ট্রাকটি উদয়পুরের সামরিক ঘাঁটিতে যাচ্ছিল। ওই ঘটনায় কারোর প্রাণহানি হয়নি। তার আগে ২০২১ সালে রাজস্থানের গঙ্গানগর জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি উল্টে গিয়ে আগুন ধরে গিয়েছিল। ওই ঘটনায় তিনজন সৈন্য নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছিলেন।