Indian Army: সেনা ছাউনিতে সহকর্মীদের উপর গুলি আর্মি মেজরের, আহত ৬

গুলির পাশাপাশি গ্রেনেড চালানোর অভিযোগও উঠেছে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেনা ছাউনিতে। এর জেরে অন্তত ৬ জন আহত হয়েছেন বলে সেনা সূত্রে জানা গিয়েছে। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই সেনা ছাউনিতে।

Indian Army: সেনা ছাউনিতে সহকর্মীদের উপর গুলি আর্মি মেজরের, আহত ৬
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 06, 2023 | 6:29 AM

রাজৌরি: সেনা ছাউনির ভিতরে সহকর্মীদের উপর গুলি চালানোর অভিযোগ উঠল সেনার মেজর পদমর্যাদার অফিসারের বিরুদ্ধে। গুলির পাশাপাশি গ্রেনেড চালানোর অভিযোগও উঠেছে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেনা ছাউনিতে। এর জেরে অন্তত ৬ জন আহত হয়েছেন বলে সেনা সূত্রে জানা গিয়েছে। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই সেনা ছাউনিতে। যদিও ঘটনার বিষয়ে মুখে কুলুপ এঁটেছে সেনা।

সূত্র মারফত জানা গিয়েছে, সেনা ছাউনিতে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। এর পরই ওই মেজর পদমর্যাদার আধিকারিক অ্যাসাল্ট রাইফেল দিয়ে গুলি চালাতে শুরু করেন। কোনওভাবে বাকি জওয়ানরা ওই মেজরের উপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে ধরে ফেলে। এবং আটক করে। ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলসের ৪৮ নম্বর ব্যাটেলিয়ানের ঘটেছে এই ঘটনা।

এই ঘটনার পরই সেনার শীর্ষ পদস্থ আধিকারিকরা ছুটে গিয়েছিলেন ঘটনাস্থলে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে। আহত জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে এক জনের অবস্থা উদ্বেগজনক বলে জানা গিয়েছে।