Sonia Gandhi: ‘অপেক্ষা করুন, উল্টে যাবে এক্সিট পোল’, প্রতিক্রিয়া সোনিয়া গান্ধীর
Sonia Gandhi: TV9 নেটওয়ার্ক, পোলস্ট্যাট ও পিপলস ইনসাইটের সমীক্ষা অনুযায়ী এনডিএ জোটের ৩৪৬ টি আসন পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ইন্ডিয়া জোট পেতে পারে ১৬২টি আসন। বুথ ফেরত সমীক্ষার সমালোচনা করেছেন সোনিয়া ও রাহুল।
নয়া দিল্লি: বিভিন্ন সংস্থা যে বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে, তাতে বিরোধী জোট তথা ইন্ডিয়া জোটের খুব ভাল ফলের আশা দেখা যাচ্ছে না। বেশিরভাগ সমীক্ষাতেই এনডিএ-র ৩০০-র বেশি আসন পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে ফল প্রকাশের একদিন আগেও ফল নিয়ে আশাবাদী কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এক্সিট পোলের থেকে একেবারে ভিন্ন ফল হবে বলেই আশা করছেন তিনি।
ফলাফল নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে কংগ্রেস নেত্রী বলেন, “আমাদের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। আমরা আশা করছি, এক্সিট পোলে যা বলা হয়েছে, ফলাফল হবে একেবারে তার উল্টো।”
আজ সোমবার দিল্লিতে ডিএমকে-র অফিসে যান সোনিয়া গান্ধী। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির শততম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন তিনি। উপস্থিত ছিলেন সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সমাজবাদী পার্টির নেতা রাম গোপাল যাদব সহ ইন্ডিয়া জোটের একাধিক সদস্য।
উল্লেখ্য, TV9 নেটওয়ার্ক, পোলস্ট্যাট ও পিপলস ইনসাইটের সমীক্ষা অনুযায়ী এনডিএ জোটের ৩৪৬ টি আসন পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ইন্ডিয়া জোট পেতে পারে ১৬২টি আসন।
এর আগে রবিবারও রাহুল গান্ধী এক্সিট পোলের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, এটা কোনও এক্সিট পোল নয়, এটা মোদী মিডিয়া পোল। তাঁর প্রত্যাশা ইন্ডিয়া জোট এবার ২৯৫টি আসন পেতে পারে।