Congress President: ‘সনিয়া গান্ধী নাম প্রস্তাব করেননি’, জল্পনায় জল ঢাললেন কংগ্রেস সভাপতির দৌড়ে থাকা খাড়্গে

Sonia Gandhi: সভাপতি হওয়ার দৌড়ে মল্লিকার্জুনের বিরুদ্ধে লড়ছেন কেরলের সাংসদ শশী থারুর। যদিও গান্ধী পরিবার-সহ কংগ্রেসের বড় অংশের সমর্থন মল্লিকার্জুনের সঙ্গেই রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Congress President: ‘সনিয়া গান্ধী নাম প্রস্তাব করেননি’, জল্পনায় জল ঢাললেন কংগ্রেস সভাপতির দৌড়ে থাকা খাড়্গে
মল্লিকার্জুন খাড়্গে
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2022 | 5:06 PM

নয়াদিল্লি: জাতীয় কংগ্রেসের সভাপতি পদে লড়ছেন কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়্গে। কংগ্রেসের একাধিক শীর্ষস্থানীয় নেতা তাঁকে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছেন। রাজনৈতির কারবারিরা বলছেন, স্বয়ং সনিয়া গান্ধীর সমর্থন রয়েছে তাঁর দিকে। এমন কথাও রটেছিল, সনিয়াই মল্লিকার্জুনের নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু সেই জল্পনায় জল ঢাললেন মল্লিকার্জুন খাড়্গে। জল্পনায় জল ঢেলে তিনি জানিয়েছেন, সভাপতি হিসাবে তাঁর নাম প্রস্তাব করেননি সনিয়া গান্ধী। এমনকি এই পদে লড়ার জন্য আলাদা করে সনিয়ার থেকে সমর্থনও পাননি তিনি।

এ ব্যাপারে মল্লিকার্জুন খাড়্গে বলেছেন, “কংগ্রেসের সভাপতি হিসাবে সনিয়া গান্ধী আমার নাম প্রস্তাব করেছেন, এ কথা ঠিক নয়। আমি কখনও এমন কথা বলিনি। তিনি আগেই বলেছেন, গান্ধী পরিবার থেকে কেউ এই নির্বাচনে অংশ নেবেন না এবং নির্বাচনের সঙ্গে জড়িয়েও থাকবেন না।”

সভাপতি হওয়ার দৌড়ে মল্লিকার্জুনের বিরুদ্ধে লড়ছেন কেরলের সাংসদ শশী থারুর। যদিও গান্ধী পরিবার-সহ কংগ্রেসের বড় অংশের সমর্থন মল্লিকার্জুনের সঙ্গেই রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সভাপতি নির্বাচনের ব্যাপারে খাড়্গে বলেছেন, “৯৩০০ সদস্য ভোট দেবেন সভাপতিকে নির্বাচনের জন্য। এর মধ্যে যে প্রার্থী সবথেকে বেশি ভোট পাবেন তিনিই, নির্বাচিত হবেন সভাপতি হিসাবে। এর মধ্যে উত্তর প্রদেশ থেকে ১২৫০ জন ভোট দেবেন বলে জানিয়েছেন।”

কংগ্রেস সভাপতি হওয়ার দৌড়ে নামার পর খাড়্গে বলেছিলেন, “আমি এই দৌড়ে লড়তে চেয়েছি, কারণ দেশের অবস্থা খারাপ। মোদী এবং শাহ যে রাজনীতি করছেন তাতে গণতন্ত্রের ঠাঁই নেই। সিবিআই ও ইডি-র মতো এজেন্সিরা দুর্বল হচ্ছে। এই লড়াইয়ের জন্য ক্ষমতার প্রয়োজন। সে জন্যই কংগ্রেস সভাপতি দৌড়ে নেমেছি আমি।”  প্রায় ২৫ বছর পর কংগ্রেসের দলের শীর্ষপদে বসবেন গান্ধী পরিবারের বাইরের কোনও ব্যক্তি।