Bengaluru Case: বুলডোজ়ারের সামনে দাঁড়িয়ে গায়ে পেট্রোল ঢেলে চিৎকার, আগুন জ্বালানোর আগে কী ঘটল, দেখুন ভিডিয়োতে
Bengaluru Couple: পুরসভা কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা চলতে চলতে চলতে হায়ে পেট্রোল ঢালতে শুরু করে ওই দম্পতি। বাড়ি দেওয়ালে সামনে দাঁড়িয়ে তার চিৎকার করতে থাকেন।
বুধবার অভিযানে নামে বৃহুত বেঙ্গালুরু মহানগরা পালিকে এবং শহরে উত্তরপূর্ব অংশে কেআর পুরম অঞ্চলে বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করে পুরসভা। বাড়ির সামনে আসতেই সোনা সেন ও তাঁর স্বামী সুনীল সিং চিৎকার শুরু করে এবং গায়ে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। তাদের মধ্যে একজনের হাতে পেট্রোল বোতল ছিল।
পুরসভা কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা চলতে চলতে চলতে হায়ে পেট্রোল ঢালতে শুরু করে ওই দম্পতি। বাড়ি দেওয়ালে সামনে দাঁড়িয়ে তার চিৎকার করতে থাকেন। সেই সময়ই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মিলে তাঁদের থামানোর চেষ্টা করছিলেন। গায়ে আগুন ধরানোর সময় তাদের গায়ে জল ঢেলে দেওয়া হয়েছিল।
ওই দম্পতির দাবি প্রশাসন তাদের গৃহহীন করে দেওয়ার চেষ্টা করছে এবং তাদের কাছে বাড়ির পর্যাপ্ত নথিও রয়েছে। সেই নথি থেকে সহজেই প্রমাণিত হবে যে তাদের বাড়ি বেআইনি নয়। তবে পুর কর্তৃপক্ষের দাবি, ওই দম্পতির বাড়ির একটা অংশ নিকাশী নালার ওপর রয়েছে। গতমাসেই বেঙ্গালুরুতে বন্যা পরিস্থিতির পর বিভিন্ন নিকাশী নালার ওপর থাকা নির্মাণগুলি ভাঙতে শুরু করেছে।