Arvind Kejriwal: ইডির উপরে নজর রাখছিলেন কেজরীবাল? ১৫০ পাতার নথিতে চাঞ্চল্যকর সব তথ্য
Arvind Kejriwal-ED: বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। কেজরীবালের চারটি ফোন ও ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়। সূত্রের খবর, কেজরীবালের বাড়ি থেকে প্রায় ১৫০ পাতার নথি পাওয়া গিয়েছে, যেখানে ইডির শীর্ষ কর্তাদের সম্পর্কে যাবতীয় তথ্য ছিল।
নয়া দিল্লি: কেজরীবালের উপর ইডি নজর রাখছিল, এমন নয়, বরং উল্টোটাই নাকি ঘটছিল! দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল নাকি নজর রাখছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপরে। এমনটাই চাঞ্চল্য়কর দাবি সামনে এসেছে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে যখন অরবিন্দ কেজরীবালের বাড়িতে তল্লাশি চালাচ্ছিল ইডি, সেই সময়েই এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে, যা দেখে তদন্তকারীদের সন্দেহ, কেজরীবাল ইডির উপরে নজর রাখছিলেন।
বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। কেজরীবালের চারটি ফোন ও ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়। সূত্রের খবর, কেজরীবালের বাড়ি থেকে প্রায় ১৫০ পাতার নথি পাওয়া গিয়েছে, যেখানে ইডির শীর্ষ কর্তাদের সম্পর্কে যাবতীয় তথ্য ছিল।
সূত্রের আরও খবর, কেজরীবালের বাড়ি থেকে উদ্ধার ওই নথিতে ইডির স্পেশাল ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর র্যাঙ্কের আধিকারিকদের সম্পর্কে তথ্য ছিল। ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে গতিবিধি-সবকিছুরই উল্লেখ ছিল তাতে। আধিকারিকরা এই নথি দেখতে পেয়ে অবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হয় ওই নথি।
সুরক্ষার কারণে ওই আধিকারিকদের নাম গোপন রাখা হচ্ছে, যাদের নাম ওই নথিতে উল্লেখ ছিল। তবে সূত্রের খবর, যে আধিকারিকের নাম উল্লেখ রয়েছে, তিনি আবগারি নীতি দুর্নীতি মামলারই তদন্ত করছেন। এই নথি উদ্ধারের পরই সম্ভাব্য প্রতারণার তত্ত্বও উঠে আসছে। ইতিমধ্যেই ইডি ঊর্ধ্বতন কর্তাদের এই বিষয়ে যাবতীয় তথ্য জানিয়েছেন। কেন কেজরীবাল এই তথ্য সংগ্রহ করছিলেন, তা-ও জানার চেষ্টা করা হচ্ছে। ইডি এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চায়নি।