Stampede: লাইনে পড়ে চটি-জুতো, ভিড় ট্রেনে উঠতে গিয়ে হুড়োহুড়ি, পদপৃষ্ট হয়ে মৃত ১
Surat Station: রেললাইনে যাত্রীদের জুতো-চটি পড়ে থাকতে দেখা যায়। এক যাত্রীকে সংজ্ঞা হারিয়ে পড়ে যেতে দেখা যায়। অত্যাধিক ভিড় ও দমবন্ধকর পরিস্থিতির কারণেই ওই যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে করা হচ্ছে।
সুরাট: দীপাবলির আগেই মর্মান্তিক ঘটনা। উৎসবের মরশুমে রেল স্টেশনে অত্যাধিক ভিড়ের চাপে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হল গুজরাটের সুরাট রেল স্টেশনে (Surat Rail Station)। হুড়োহুড়িতে পদপৃষ্ট (Stampede) হয়ে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। আরও অনেকের আহত হওয়ার আশঙ্কা।
জানা গিয়েছে, শনিবার সকালে সুরাট স্টেশনে এসে পৌঁছয় তাপ্তী গঙ্গা এক্সপ্রেস ট্রেন। বিহারের ছাপড়াগামী ওই ট্রেনে উঠতে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়ে যায়। যাত্রীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। অত্যাধিক ভিড়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পদপৃষ্ট হয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন আরও অনেকে। যদিও মৃত্যুর খবর এখনও রেল বা প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়নি।
ইতিমধ্যেই সুরাট স্টেশনের অত্যাধিক ভিড়ের একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানে রেললাইনে যাত্রীদের জুতো-চটি পড়ে থাকতে দেখা যায়। এক যাত্রীকে সংজ্ঞা হারিয়ে পড়ে যেতে দেখা যায়। অত্যাধিক ভিড় ও দমবন্ধকর পরিস্থিতির কারণেই ওই যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে করা হচ্ছে। পুলিশ কর্মীদের অসুস্থ যাত্রীদের সিপিআর দিতেও দেখা যায়।
প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, এই খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ বাহিনী। ১০৮ টোল ফ্রি নম্বর ডায়াল করায়, তাদের তরফেও উদ্ধারকারী দল পাঠানো হয়। বর্তমানে ভিড় কমানোর কাজ করা হচ্ছে।