রেকর্ডের পথে পেট্রোল-ডিজেল! রোজ লাফিয়ে বাড়ছে তরল সোনার দাম

বিশেষজ্ঞদের মতে করোনা প্রতিষেধকের লাগাতার সুখবরে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বেড়েছে। তাই ক্রমাগত বাড়ছে পেট্রোপণ্যের দাম।

রেকর্ডের পথে পেট্রোল-ডিজেল! রোজ লাফিয়ে বাড়ছে তরল সোনার দাম
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Dec 06, 2020 | 9:10 PM

নয়া দিল্লি: লাগাতার পাঁচ দিন বাড়ল পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম। রবিবার পেট্রোলে লিটার প্রতি দাম বাড়ল ২৮ পয়সা। ডিজেলেও লিটার প্রতি ২৯ পয়সা দাম বেড়েছে। আজ কলকাতায় পেট্রোলের দাম ৮৪ টাকা ৯০ পয়সা। ডিজেলের দাম ২৯ পয়সা বেড়ে ৭৭ টাকা ১৮ পয়সা। এ পর্যন্ত ডিজেল ও পেট্রোলের সর্বোচ্চ দামের রেকর্ড যথাক্রমে ৮৫ টাকা ৮০ পয়সা ও ৭৭ টাকা ৫৪ পয়সা। এখন পেট্রোল ৮৫ ছুঁইছুঁই। বিশেষজ্ঞরা বলছেন ২০১৪ সালের তরল সোনার রেকর্ড হয়তো এবার ভেঙে যাবে।

দিল্লিতে (Delhi) আজ, রবিবার লিটার প্রতি পেট্রোলের দাম ৮৩ টাকা ৪১ পয়সা। ডিজেল প্রতি লিটার ৭৩ টাকা ৬১ পয়সা। সবে লম্বা লকডাউন কাটিয়ে সচল হতে শুরু করেছে দেশ। এখন নিউ নর্মালে ক্রমাগত এই দামবৃদ্ধি নিঃসন্দেহে চিন্তার। ১৭ দিনে পেট্রোলের দাম মোট বেড়েছে ২ টাকা ৩৫ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ৩ টাকা ১৫ পয়সা।

আরও পড়ুন: ফের উত্তপ্ত ভূস্বর্গ!  জঙ্গিদের হামলায় আহত পুলিস কর্মী-সহ মোট ২

বিশেষজ্ঞদের মতে করোনা প্রতিষেধকের লাগাতার সুখবরে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বেড়েছে। তাই ক্রমাগত বাড়ছে পেট্রোপণ্যের দাম। তাই আমেরিকা বা ইউরোপে করোনা দ্বিতীয় ধাক্বা এলেও তার খুব একটা প্রভাব পড়েনি পেট্রোপণ্যের বাজারে। তবে লস্বা লকডাউনের ফলে মানুষের হাতে টাকা নেই। তার উপর পেট্রোল-ডিজেলের দাম বাড়ার অর্থ পরিবহণ খরচ বাড়া। যে কোনও বাজারেই তার প্রভাব পড়বে। ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসেরও দাম বাড়বে।