Sandeshkhali: সন্দেশখালির আঁচ এবার জেএনইউ-তে, শনিবারই যাচ্ছেন সুকান্ত-শুভেন্দু

Sandeshkhali: শাহজাহান নিখোঁজ হওয়ার পর থেকে প্রায় ৫০ দিন কেটে গিয়েছে। এখনও সন্দেশখালির পরিস্থিতি শান্ত হয়নি। সন্দেশখালি, জেলিয়াখালির পর এবার উত্তপ্ত হয়েছে বেড়মজুর। এই ইস্যুতে বারবার সরব হয়েছে বঙ্গ বিজেপি। এবার দিল্লিতে জেএনইউ-র ক্যাম্পাসে এই বিষয়ে কথা বলবেন সুকান্ত।

Sandeshkhali: সন্দেশখালির আঁচ এবার জেএনইউ-তে, শনিবারই যাচ্ছেন সুকান্ত-শুভেন্দু
জেএনইউ-তে যাচ্ছেন সুকান্ত-শুভেন্দুImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2024 | 11:20 AM

কলকাতা: রাজ্য ছাড়িয়ে জাতীয় রাজনীতিতে পৌঁছেছে সন্দেশখালির আঁচ। বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনেও আলোচনা হয়েছে এই ইস্যুতে। এবার সেই ইস্যু পৌঁছল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। সন্দেশখালিতে কী কী ঘটছে, মহিলাদের ওপর নির্যাতনের কোন ছবি উঠে এসেছে, তা নিয়ে ছাত্র ও অধ্যাপকদের সমাজকে অবহিত করতে উদ্যোগী বিজেপি। শনিবার সন্ধ্যায় এবিভিপি-র তরফ থেকে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে এদিন। সেখানে বক্তব্য রাখবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন ইউনিভার্সিটি ক্যাম্পাসেই হবে এই সেমিনার। শিপ্রা হোস্টেল মেসে সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে সুকান্ত মজুমদারকে। অনুষ্ঠানের শিরোনাম, ‘শ্যাটারিং সাইলেন্স, আনভেইলিং দ্য রিয়্যালিটি অব পলিটিক্যাল ভায়োলেন্স আগেনস্ট উইমেন ইন ওয়েস্ট বেঙ্গল।’

এই প্রসঙ্গে সুকান্ত অধিকারী বলেন, ‘ছাত্রদের সামনে বক্তব্য রাখার পরিকল্পনা করা হয়েছে। সন্দেশখালির পরিস্থিতি থেকে বাংলা কীভাবে বেরিয়ে আসতে পারে, তা নিয়ে আলোচনা হবে। কী অবস্থায় মহিলারা মুখ খুলতে বাধ্য হয়েছে, সেগুলোও বলা হবে।’ সন্দেশখালির গোটা ছবিটা তুলে ধরা হবে বলে উল্লেখ করেছেন সুকান্ত।

শনিবারই দিল্লি যাচ্ছেন সুকান্ত ও শুভেন্দু। তাঁদের কিছু দলীয় কর্মসূচি আছে বলেও জানিয়েছেন সুকান্ত। ইতিমধ্যেই রাজ্যে সন্দেশখালি ইস্যুকে সামনে রেখে সরব হয়েছে বঙ্গ বিজেপি। সন্দেশখালিতে ঢুকতে গিয়ে বারবার বাধা পেয়েছেন সুকান্ত ও শুভেন্দু। হাইকোর্টে গিয়ে অনুমতি নিয়ে যেতে হয়েছে শুভেন্দুকে।

এদিকে, শাহজাহান নিখোঁজ হওয়ার পর থেকে প্রায় ৫০ দিন কেটে গিয়েছে। এখনও সন্দেশখালির পরিস্থিতি শান্ত হয়নি। সন্দেশখালি, জেলিয়াখালির পর এবার উত্তপ্ত হয়েছে বেড়মজুর। শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন এলাকার মহিলারা। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে ভেড়ির আলাঘরে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে।