‘প্রভাব পড়তে পারে দেশজুড়ে’, সিএএ আন্দোলনকারী ৩ পড়ুয়ার জামিন বহাল রাখল সুপ্রিম কোর্ট

গতকাল ট্রায়াল কোর্ট দিল্লি পুলিশের জামিন বাতিলের আবেদন খারিজ করে দেয়। এরপরই সুপ্রিম কোর্টের দারস্থ হয় পুলিশ। তবে এ দিন সুপ্রিম কোর্টের তরফেও সেই সিদ্ধান্তকেই বহাল রাখা রাখা হয়।

'প্রভাব পড়তে পারে দেশজুড়ে', সিএএ আন্দোলনকারী ৩ পড়ুয়ার জামিন বহাল রাখল সুপ্রিম কোর্ট
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jun 18, 2021 | 2:21 PM

নয়া দিল্লি: নাগরিকত্ব আইন নিয়ে বিরোধিতা করায় দীর্ঘ একবছরেরও বেশি সময় ধরে জেলবন্দি ছিলেন তিন পড়ুয়া। অবশেষে বৃহস্পতিবার রাতে জামিনে মুক্তি পান নাতাশা নরওয়াল, দেবাঙ্গনা কলিতা ও আসিফ ইকবাল তানহা। তবে জামিনে মুক্তি দিতে নারাজ দিল্লি পুলিশ এ দিন সুপ্রিম কোর্টের দারস্থ হলেও মিলল না সুফল। ওই তিন পড়ুয়া-আন্দোলনকারীর জামিনের সিদ্ধান্তই বহাল রাখল শীর্ষ আদালত।

গত বছর ফেব্রুয়ারি মাস থেকে নাগরিকত্ব আইন ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতি ও হিংসা ছড়িয়েছিল, তার প্রেক্ষিতেই মে মাসে এই তিন আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়। এক বছরেরও বেশি সময় জেলবন্দি থাকার পর মঙ্গলবার দিল্লি হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ মৃদুল, বিচারপতি অনুপ জয়রাম ভম্বানির বেঞ্চ ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড ও পাসপোর্ট জমা নিয়ে জামিনের নির্দেশ দিয়েছিল ওই তিন অভিযুক্তকে। কিন্তু নানা অছিলায় জামিন দিতে দেরী করছিল দিল্লি পুলিশ, এমনটাই অভিযোগ। অবশেষে গতকাল রাতে জেল থেকে মুক্তি পান ওই তিন পড়ুয়া।

এ দিকে, দিল্লি হাইকোর্টের জামিনের রায়কে চ্যালেঞ্জ করে পুলিশ। গতকাল ট্রায়াল কোর্টও দিল্লি পুলিশের জামিন বাতিলের আবেদন খারিজ করে দেয়। এরপরই সুপ্রিম কোর্টের দারস্থ হয় পুলিশ। তবে এ দিন সুপ্রিম কোর্টের তরফেও সেই সিদ্ধান্তকেই বহাল রাখা রাখা হয়। শীর্ষ আদালতের তরফে জানানো হয়, এই তিন পড়ুয়ার গ্রেফতারি সম্পর্কিত যে কোনও সিদ্ধান্তের প্রভাব গোটা ভারত জুড়ে পড়তে পারে। ওই তিন পড়ুয়ার জামিনে মুক্তির সিদ্ধান্তকে বহাল রাখা হলেও দিল্লি হাইকোর্টের রায়ের বিভিন্ন আইনি দিকগুলিও খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট এবং আগামী মাসে এই মামলার ফের শুনানি হবে।

আরও পড়ুন: ‘যুবকর্মীদের কথা শোনে না শীর্ষ নেতৃত্ব’, রাহুলের বিরুদ্ধে তোপ দেগে দল ছাড়লেন ৪ বারের বিধায়ক