AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vijay Mallya: সুপ্রিম রায়ে বিজয় মাল্যকে জেলের সাজা, জমা দিতে হবে ৩১৭ কোটি ৬৬ লক্ষ টাকা

Vijay Mallya: ২০১৭ সালের একটি মামলায় বিজয় মাল্যকে জেলের সাজা শোনাল সুপ্রিম কোর্ট। আদালত অবমাননার মামলায় এই শাস্তি দেওয়া হয়েছে।

Vijay Mallya: সুপ্রিম রায়ে বিজয় মাল্যকে জেলের সাজা, জমা দিতে হবে ৩১৭ কোটি ৬৬ লক্ষ টাকা
| Edited By: | Updated on: Jul 11, 2022 | 1:57 PM
Share

নয়া দিল্লি: আদালত অবমাননার মামলায় বিজয় মাল্যকে চার মাসের জেলের সাজা শোনাল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে সোমবার এই নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৭-র একটি মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ৪ কোটি মার্কিন ডলার জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ২০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। পরিবারকে গোপনে ৪ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ৩১৭ কোটি ৬৬ লক্ষ টাকা) পাঠানোর অভিযোগ উঠেছিল পলাতক ব্যবসায়ী বিজয় মাল্যের বিরুদ্ধে। ২০১৭-তে এই অভিযোগে মামলা হয় তাঁর বিরুদ্ধে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া সহ একাধি ব্যাঙ্কের তরফে এই মামলা করা হয়েছিল।

গত ১০ মার্চ এই মামলার শুনানি শেষ হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি ইউইউ ললিত, বিচারপতি এস রবীন্দ্র ভাট ও বিচারপতি পিএস নরসিংহের ডিভিশন বেঞ্চের তরফে সোমবার সেই মামলায় রায় দেওয়া হয়।

সোমবার সুপ্রিম কোর্ট ছিল সেই মামলার শুনানি। ২০১৭ সালে ওই মামলায় সুপ্রিম কোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল মাল্যকে। পরে কোনও শুনানিতেই হাজির হননি তিনি। তাই আদালত অবমাননার অভিযোগে চার মাসের জেলের সাজা দেওয়া হয়েছে তাঁকে। একই সঙ্গে ওই ৪ কোটি ডলার অবিলম্বে জমা দিতে হবে বলেও জানানো হয়েছে।

আদালতের তরফে জানানো হয়েছে, যে ৪ কোটি মার্কিন ডলার সন্তানদের অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন মাল্য, তা ‘ইউনাইটেড ব্রিউয়ারিজ’ বিক্রি করে পাঠানো হয়েছিল বলে জানানো হয়। সেই তথ্য ভুল বলে উল্লেখ করা হয়েছে। তাই সেই টাকা অবিলম্বে ব্যাঙ্কের লোন রিরভারি অফিসারকে দেওয়ার কথা বলেছে আদালত। ৮ শতাংশ সুদ-সহ সেই টাকা দিতে হবে। আদালতের নির্দেশ, ঠিক সময়ে জরিমানার টাকা জমা না দেওয়া হলে আরও ২ মাসের জেল হবে বিজয় মাল্যের।

প্রায় ৯০০০ কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ সামনে আসার পর কিংফিশার সংস্থার মালিক বিজয় মাল্য দেশ ছেড়ে চলে যানষ বর্তমানে ইউকে-তে রয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকারের তরফে আগে জানানো হয়েছিল মাল্যকে ভারতে ফেরানোর ক্ষেত্রে কোনও বাধা নেই। তবে পরে জানা যায়, ইউকে-তে কিছু অজ্ঞাত আইনি জটিলতার কারণে তাঁকে এখনই ভারতে ফেরানো সম্ভব হচ্ছে না।