Supreme Court of India: ‘মিষ্টিতে টাকা ব্যয় করুন,’ আতস বাজিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আবেদন শুনতে নারাজ শীর্ষ আদালত
Supreme Court of India: আপ সরকার দিল্লিতে দীপাবলির সময় বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আবেদন জানিয়েছিলেন বিজেপি সাংসদ।
নয়া দিল্লি: রাজধানীর দূষণের মাত্রা সকলের জানা। স্বাভাবিক সময়েই সেখানে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া একটি বিড়ম্বনা। তার উপর শীতকাল। এই আবহে রাজধানীর বুকে দীপাবলি উপলক্ষে বাজি পোড়ানোয় দূষণের মাত্রা কোথায় পৌঁছতে পারে, তা হয়ত অনেকেই অনুধাবন করতে পারবেন। দূষণ বৃদ্ধির সম্ভাবনা অনুধাবন করেই এবার দিল্লিতে আতস বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল না শীর্ষ আদালত। দীপাবলির আগে বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা বহাল রেখে সুপ্রিম কোর্ট জানিয়েছে,অন্য উপায়েও দীপাবলি উদযাপন করা যায়।
গত কয়েক বছর ধরেই নয়া দিল্লিতে আতস বাজি পোড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে আপ সরকরা। তবে দীপাবলির আগে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়ে গত ১০ অক্টোবর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। তবে শীর্ষ আদালত এই বিষয়ে কোনও রায় দিতে অস্বীকার করে জানিয়েছে, এই বিষয়ে আগেই আদালতের তরফে স্পষ্টভাবে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এদিন মনোজ তিওয়ারির আইনজীবী শশাঙ্ক শেখর লাঞ্চ ব্রেকে জরুরি ভিত্তিতে এই আবেদনের শুনানির উল্লেখ করেছিলেন। তবে সুপ্রিম কোর্ট আবারও সেই আবেদন খারিজ করে দিয়ে জানিয়েছে, ‘মিষ্টিতে আপনার টাকা খরচ করুন…মানুষকে বিশুদ্ধ বাতাস নিঃশ্বাস নিতে দিন।’ আতস বাজি থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আগেও আবেদন জমা পড়েছিল শীর্ষ আদালতে। এদিন দুটি আবেদনেরই ভিত্তিতে একসঙ্গে মতামত জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, এদিন দিল্লি হাইকোর্টও এই একই বিষয়ে একটি আবেদনের ভিত্তিতে শুনতে অস্বীকার করে। এদিকে এর আগেই গত ১০ অক্টোবর সু্প্রিম কোর্ট এই মামলায় আবেদনকরী মনোজ তিওয়ারিকে বলেছিল, ‘পরিবেশবান্ধব হলেও আমরা কীভাবে আতস বাজিতে সম্মতি দিতে পারি? দিল্লিতে দূষণের মাত্রা দেখেছেন?’ এবার একই মত বহাল রাখল সু্প্রিম কোর্ট।