Same sex marriage: সমলিঙ্গের বিয়ে কি বৈধ? মঙ্গলে রায় দেবে সুপ্রিম কোর্ট
Supreme court: আমেরিকা, অস্ট্রেলিয়া-সহ পশ্চিমের দেশগুলিতে সমলিঙ্গের বিয়ে আইনি স্বীকৃত। কিন্তু, ভারত এখনও এই বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। গত মে মাসে এই নিয়ে প্রধান বিচারপতি ডি. ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের ডিভিশন বেঞ্চে ১০ দিন ধরে টানা শুনানি হয়।
নয়া দিল্লি: সমকামী সম্পর্ককে আগেই বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে সমলিঙ্গের বিয়ে (Same sex marriage) এখনও বৈধতা পায়নি। এটা নিয়ে দীর্ঘ শুনানি হয়েছে শীর্ষ আদালতে। কেন্দ্র-সহ সব পক্ষের মতামত শোনার পর রায়দান স্থগিত রেখেছিল আদালত। তবে আজ, মঙ্গলবার এই বিষয়ে রায় দিতে পারে সুপ্রিম কোর্ট (Supreme Court)।
আমেরিকা, অস্ট্রেলিয়া-সহ পশ্চিমের দেশগুলিতে সমলিঙ্গের বিয়ে আইনি স্বীকৃত। কিন্তু, ভারত এখনও এই বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। গত মে মাসে এই নিয়ে প্রধান বিচারপতি ডি. ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের ডিভিশন বেঞ্চে ১০ দিন ধরে টানা শুনানি হয়। সোমবারও সমকামী বিয়ে সংক্রান্ত মামলাগুলির শুনানি হয় সুপ্রিম কোর্টে। সব শুনানি শেষে অবশেষে, আজ এই বিষয়ে রায় দিতে পারে শীর্ষ আদালত। স্বাভাবিকভাবেই এই রায়ের দিকে তাকিয়ে এলজিবিটিকিউ সমাজ।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর সমকামী সম্পর্ককে বৈধ বলে ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। তারপর সমলিঙ্গের বিয়ে নিয়ে চলতি বছরের মে মাসে ম্যারাথন শুনানি হয় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডি. ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত ৫ বিচারপতির বেঞ্চে এর শুনানি হয়। ৫ বিচারপতির মধ্যে ছিলেন বিচারপতি এস.কে কাউল, বিচারপতি এস. আর ভাট বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি পি.এস নরসিমহা। সমলিঙ্গের বিবাহ নিয়ে বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চস ও কেন্দ্রের মতামত নেয় সুপ্রিম কোর্ট। সমলিঙ্গ বিবাহের ‘মৌলিক গুরুত্ব’ রয়েছে বলে মত শীর্ষ আদালতের। কিন্তু, সমলিঙ্গ বিবাহের বিরোধী কেন্দ্র। এই বিষয়ে কেন্দ্রের যুক্তি, সমকামিতার ধারণা আদতে শহুরে অভিজাত শ্রেণির। সমলিঙ্গ বিবাহ স্বীকৃতি পেলে সমাজে বিরূপ প্রভাব পড়বে। যদিও ব্যক্তির যে বিশেষত্বের ভিত্তিতে রাষ্ট্র কোনও বৈষম্য করতে পারে না বলে জানিয়েছে শীর্ষ আদালত। তবে এই বিষয়ে চূড়ান্ত রায় জানায়নি সুপ্রিম কোর্ট।